1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

তোমাতেই যত ভাবনা — আবু আবদুল্লাহ মহসিন 

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৭২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

তোমাতেই যত ভাবনা 

আবু আবদুল্লাহ মহসিন 

ইচ্ছাশক্তি আইডি নং  0020220096

 

আমি না চাইতেই অনেক পেয়েছি , বরং চেয়ে পাই নি ! আমি বড্ড লোভী, না চাইতেও এত পেয়ে আবার চেয়েছি ! কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু । আর পাপ ছাড়ে না বাপ কে , তাই আমার এই দুর্দশা , এ ভাগ্য মূলত আমার হাতেই লেখা !

 

আমি চাইলাম না দুঃখকে, তবু পাইলাম চিরসঙ্গী রূপে । দুঃখ মেটাতে তাঁকে শান্তিরূপে চেয়ে যে অন্যায় করেছি তার ক্ষমা আজও হয়নি – হবে না জানি । বুঝলাম , যা পাওয়া হয় তাই নিয়ে খুশি থাকতে শিখতে হয় , নাহলে ভাগ্য সয় না ।

 

তবে , কে যেন কানে কু মন্ত্রণা দিয়েছিল , যে চেষ্টা করে ভাগ্য পরিবর্তন করতে হয় , চেষ্টা করলে সব হয় , চাঁদে ঘর হয় ! আমি চেষ্টা করলাম , নিজের ভাগ্য বদলালাম । দুঃখ একাকী ছিলো , তার সঙ্গী লাঞ্ছনা , অপমান , গুরুত্বহীনতাকে নিয়ে আসলাম । মেনে নিলাম চেষ্টায় ভাগ্য পরিবর্তন হয় !

 

তারপর বুঝলাম , দুঃখকে ভাগ করার জন্য মানুষ সময় আবিষ্কার করেছে । আমি তরহুরয় সমগ্র সময়কে শুন্য সূচক দিয়ে ভাগ করে বসলাম , ফলস্রুতি, দুঃখ আজন্মক আমার কপালে গেঁথে গেল । এ কেবল আমারই ভুল ।

 

সব ভুলের স্রষ্ট্রা আমি ,

তোমাকে চেয়েছে, সে ও আমি ,

নিজেকে মেরেছে , সে ও আমি ,

যে ভালবেসেছে , সে ও আমি ।

 

তুমি বাগানের সাদা গোলাপ,

যারে হারিয়ে করি বিলাপ ।

তুমি যেন সন্ধামালতী,

আমার মনের একমাত্র বাতি!

 

তুমি আমার খুব আপন ,

হারানো এক প্রিয়জন !

খুঁজি যাকে জীবন উপন্যাসে,

তবে মেলে নি ফেলে আসা পৃষ্ঠার পরে !

 

তুমিই সেই জন,

যাকে খোঁজে মন অকারণ !

তুমি যেন মনের তুষার,

যার অভাবে পুড়ছে হৃদয়, প্রচন্ড অগ্নুৎপাত!

 

তুমি আমার আপন , আমার নও,

মায়াবী রূপে আমায় ফাসাও ,

তুমিই দুর্গা, তুমিই কালী ,

তোমার তরেই আমার নরবলি!

 

আবার তুমিই মনের স্বরস্বতি রূপে প্রেম চিনিয়েছ , দুর্গা রূপে মোহর অসুর বধ করেছো ! তুমিই মনের কারবালায় জয়নাব বিনতে আলী (রা.) হয়ে হাল ধরেছ , তুমিই গড়েছ, তুমিই ভেঙেছো!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park