তোমাকেই খুঁজি আমি সদা
রকিবুল ইসলাম
তোমাকেই খুঁজি আমি সদা।
তোমাকে খোঁজে সবুজ বনানী,
তোমাকে খোঁজে নীল আকাশ।
তোমাকে খোঁজে পাখ-পাখালি,
তোমাকে খোঁজে স্রোতস্বিনী নদী।
তোমাকেই খুঁজি আমি সদা।
তোমাকে খোঁজে সাগরের ঢেউ,
তোমাকে খোঁজে পাহাড়ি ঝর্ণা।
তোমাকে খোঁজে উদাস মন আমার,
তোমাকে খোঁজে ব্যথাতুর চিত্ত।
তোমাকেই খুঁজি আমি সদা।
তোমাকে খুঁজি অলস দুপুরে,
তোমাকে খুঁজি পড়ন্ত বিকেলে।
তোমাকে খুঁজি অস্তমিত রাঙা রবির রাঙা আভায়।
তোমাকে খুঁজি আমি রজনীর পিনপতন নীরবতায়।
তোমাকেই খুঁজি আমি সদা।