1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

তুমি আমার বায়ান্ন তাস — জাকির আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

তুমি আমার বায়ান্ন তাস

জাকির আলম

 

তোমার সাথে আমার বয়সের ব্যবধান জেনেও তোমাকে আমি ভালোবাসি। তোমার পথে হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে এসেছি। মৃত্যু অবধি তোমার সাথেই থেকে যাবো। তোমার কাছ থেকে দূরে গেলেই বিষণ্ণতায় ঢেকে যায় আমার আকাশ। কখনো অন্ধকার নেমে আসে আমার দৃষ্টির আরণ্যকে। তোমাকে ছুঁয়ে দেখার প্রগাঢ় অনুভূতি নিত্যনৈমত্তিক আমাকে মাতাল করে তোলে। ভালো লাগে তোমার নান্দনিক চোখের চাহনি। হাসি শুনলেই মন ভরে যায় স্নিগ্ধতার আবেশে।

 

তোমার নরম হাতের স্পর্শ পেলেই হালকা রোদের আলোয় প্রস্ফুটিত হই ফুলের মতো। প্রতিদিন তোমাকে দেখার বাসনায় উন্মুখ থাকি আমি৷ মনের দরজা খুলে হরহামেশা তোমাকে চোখ মেলে তাকিয়ে দেখি। এতো বেশি মায়াবী তুমি না হলেও পারতে ! সৌন্দর্যের কোনো কমতি নেই তোমার অবয়বে। খুব সহজেই কেড়ে নিতে পারো যে কারো মন। কয়েক সন্তানের মা হওয়ার পরেও তোমার সৌন্দর্য এতোটুকুও কমেনি। এখনো সেই প্রথম যৌবনের মতোই আবেদনময়ী তুমি। প্রকৃতির মতোই সতেজিত তোমার ঠোঁটের পাপড়িগুলো। প্রথমাবস্থায় অনেক বার মনে হয়েছে তোমার ঠোঁটে চুমু খেতে। কিন্তু ভীষণ লজ্জায় তা পারিনি। তোমার চোখে চোখ পড়তেই কুঁকড়ে গেছি নিজের ভিতর। তবে তোমার সঙ্গ পেতে আমার অন্যরকম ভালো লাগে। বলতে পারো তুমি আমার আজন্ম ক্রাশ ! তোমার সবকিছুই আমাকে কাছে টানে। কভুও তোমার মন খারাপ হলে অশ্রু ঝরে আমার চোখে।

 

তোমার হাসি মুখ দেখলেই আমার চোখে স্বপ্ন ওড়ে। সময় সুযোগে যতোবার তোমার বিছানায় শুতে গেছি, কামনায় ডুবে গেছি তোমার যৌবন সমুদ্রে। সেখানে সাঁতার কাটতে কাটতে হারিয়ে গেছি বহুগামী পথে৷ তোমার চঞ্চু নাকে নাক ঘঁষতেই তুমি খুলে দাও বুকের দরজা। ব্রা খুলে তোমার যুগল স্তনের গন্ধ নিতেই শিহরণ জাগে আমার অন্ধ প্রদেশ। এভাবে কেটে যাওয়া সময়গুলো স্মৃতির পাতায় অমলিন থাকে। তোমাকে ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই। বরের কাছে তুমি যতোটা আদরিনী, তার চেয়ে হাজার গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসায় কোনো প্রতারণা নেই। তুমি চাইলে সেটা যাচাই করে দেখতে পারো। তোমার সাথে পরকীয়া প্রেমে জড়ানোর পর থেকে অন্য নারীর প্রতি আমার কোনো আসক্তি নেই। তোমাকেই আমার পৃথিবী মেনেছি। মেনেছি আমার ভোগের সামগ্রী। রাত যতো গভীর হয়, তোমাকে কাছে পাওয়ার তুমুল নেশা ততো বেড়ে যায়।

 

তুমি যখন শাড়ি-ব্লাউজ পরে আমার সামনে আসো, মন ভরে যায় তোমার যাপিত সৌন্দর্য দেখে। কিন্তু ইদানীং তুমি মেক্সি পরতেই বেশি অভ্যস্ত হয়ে পড়েছো। তাতেও ভালো লাগে মন ভরে তোমাকে দেখতে। আজকাল তোমার আঙিনা জুড়েই থাকি। তোমাকে দেখার অপেক্ষায় থাকি। তুমি অন্দর থেকে বেরিয়ে এলেই চোখ মেলি তোমার পুরো অস্তিত্ব জুড়ে। প্রথম প্রথম তোমার সামনে যেতে যতোটা লজ্জা করতো এখন তা করে না। এখন তোমাকে পুরোপুরি মানিয়ে নিয়েছি। এখন আমি চাইলেই তোমাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারি। যখন খুশি খেতেও পারি। হাত বাড়ালেই তোমার বৃত্ত ছুঁতে পারি। গোপনীয় সম্পর্কের ভিত্তিতে আমাকে তুমি পূর্ণ অধিকার দিয়েছো। সেখানে আমিও আমার সমস্ত ভালোবাসার বিনিময়ে তোমাকে বুকে টেনে নিয়েছি। তাই কেউ চাইলেই আর আমরা দূরে যেতে পারবো না। তোমাকে কাছে পেয়ে বুঝেছি ভালোবাসা নান্দনিক সুন্দর।

 

যেমন সুন্দর তোমার ঊরু প্রদেশ। তোমাকে বুকে জড়িয়ে শুয়ে থাকার যে সীমাহীন সুখ তা অন্য কিছুতে পাইনি আমি৷ তুমি যখন আমার বুকে মাথা রেখে চরম সুখে ঘুমাতে যাও, তখন তোমাকে নীবৃত নদীর মতো লাগে। মন চায় তোমাকে অনেক কিছু করে বসি। তোমার পুরো শরীরটাই আমার কাছে নেশার মতো মনে হয়। যেখানেই হাত বুলাতে যাই সেখানেই সেক্সুয়াল তুমি। কয়েক সন্তানের মা হওয়ার পরেও এতোটুকু জৈবিক চাহিদা ম্লান হয়নি তোমার। তোমার ঠোঁটের ভিতর ঠোঁটে রেখে যখন চুমু খেতে যাই গভীর সুখে মত্ত হয়ে যাই। এতো এতো নেশা তোমাকে ঘিরে ! শুনেছি যৌন সঙ্গম তোমার অধিক প্রিয়। এটা করতে তোমার কোনো বিরক্তি নেই। বরং এই জগতে তুমি পাকাপোক্ত এক খেলোয়াড়। সেখানে আমিও যৌন পিপাসু হয়ে পড়েছি তোমার প্রেমের ফাঁদে পড়ে। আদতে এটা আমারো খুব প্রিয়। দিনের পর দিন তোমার প্রেমে আসক্ত হয়ে পড়েছি আমি।

 

পিছু ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই৷ এখন তুমি চাইলেই পারো আমাকে পুরো বধ করতে। তোমার ফাঁদে বন্দী এখন আমি৷ তাই যখন যা করতে মন চায় তুমি তাই করতে পারো। আমার বাঁচা-মরা এখন তোমার হাতে। পৃথিবীর কারো সাধ্য নেই তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নেওয়ার। তোমাকে আমার মহাগুরু মেনেছি। তোমার হাতে মরণ হলেও আমার কোনো আফসোস নেই। এখন তুমিই আমার ধ্যান-জ্ঞান। আমার শরীরের প্রতিটি শিরা-উপশিরায় এখন শুধু তোমার বিচরণ। সবকিছুতেই তোমাকে আমি অনুভব করি। তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারিনা। অন্যকিছু ভাবতে গেলেই আমি আমার আমিত্ব ভুলে যাই। পৃথিবীর যাপিত সুখ আমি তোমার কাছেই পেয়েছি। তোমার থেকে পাওয়া সুখ বড় তীব্রতরো। যা কখনো ম্লান হবার নয়। তুমি কাছে ডাকলেই সাড়া দিতে ব্যতিব্যস্ত আমি। কখনো তোমার চোখের আড়াল হতে পারবো না। তুমি হাত বাড়ালেই আমার নাগাল খুঁজে পাবে। তোমার কাছে আমার গোপনীয়তা বলতে কিছু নেই। যা ছিলো সব তোমাকে বলে দিয়েছি।

 

তাতে শাস্তি দিলেও মাথা পেতে নিবো আমি। আমার কোনো সত্য তোমার কাছে কখনো গোপন করিনি। তোমাকে ভোগের জন্য আমি ভালোবাসিনি। তবে বিপরীত লিঙ্গ পাশাপাশি এলে যৌন সঙ্গম হবে এটাই স্বাভাবিক। আমিও তার ব্যতিক্রম নই। জেনে বুঝেই তোমার সাথে যৌনতায় লিপ্ত হয়েছি। পৃথিবীর সব বন্ধন ছিন্ন করে তোমার কাছে ছুটে এসেছি। তুমি চাইলে একান্ত নিজের করে নিতে পারো আমাকে। আমি সদা তোমার অপেক্ষায় বিদ্যমান। তোমাকে একান্ত নিজের করে পেতে বড্ড ব্যাকুল আমি৷ তোমার বিচ্ছেদ আমি কোনোদিন সইতে পারবো না। আমার সব কেন্দ্রবিন্দু তুমি। আমার সবকিছু তোমার নিকট সোপর্দ করেছি। আমিও চাই তোমার সন্তানের বাবা হতে। তোমার ঔরসে জন্ম দিতে চাই আমার ভালোবাসার ফসল। তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন আমার অনন্তকালের। তোমাকে প্রথম দেখার পর থেকেই হারিয়ে গেছি তোমার মাঝে। বড় বেশি সুন্দর তুমি৷ যা আমাকে পুরোপুরি গ্রাস করেছে। চিরকাল আমি সুন্দরের পূজারী ছিলাম। সেই দিক থেকে আমি তোমারো পূজারী। তুমিই আমার শেষ আশ্রয়।

 

তুমি ফিরিয়ে দিলে একেবারে নিঃস্ব হয়ে যাবো আমি। থেমে যাবে প্রাণের নিঃশ্বাস। সুদূর বিশ্বাসে তোমাকে আমি ভালোবাসি। যে ভালোবাসা অব্যাহত থাকবে চিরকাল। তোমাকে নিয়েই আমার শেষ ভরসা। এখন কিভাবে আমার হবে সব দায়ভার তোমার। আমি শুধু তোমাকে চাই। অন্যথায় মরে যাবো আমি তোমাকে না পেলে। তোমার সাথে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে। তোমার পাশে দাঁড়িয়ে নদীর বয়ে চলা দেখতে ভালো লাগে। তোমার হাতে হাত রেখে দূরে কোথাও হারিয়ে যেতেও ভীষণ ভালো লাগে আমার। শরতের শুভ্র কাশফুলের বনে নেশাতুর মায়া ছড়ায় তোমার লাস্যময় মুখখানি। তোমার সুগন্ধি নিঃশ্বাস ফুলের মতোই পবিত্র। সরু হাতের আঙ্গুল দিয়ে যখন ছুঁয়ে দাও আমার অনুভূতি তখন স্বপ্নের মতো লাগে সবকিছু। পায়ে পায়ে হাঁটার প্রাক্কালে ফ্যাল ফ্যালিয়ে চেয়ে থাকি তোমার পানে। তখন মনে হয় তুমি স্বয়ং স্বর্গের হুরপরী ! পলক পড়ে না কভুও চোখের পাতায়।

 

তোমার নাভির গর্তে ভাসতে মন চায় অমাবস্যা রাতের নির্জনে। তুমি যখন কথা বলো কবিতার ছন্দের মতো মনে হয়। তোমার ঝকঝকে দাঁতের লাবণ্যময় হাসি মনের মধ্যে ঝড় তুলে দেয়। তুমি আমার মন খারাপের মহৌষধ। তোমার শূন্যতায় নিষ্প্রাণ আমি। তোমাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারিনা। রোজ রোজ তোমাকে দেখার ওযুহাতে মনের যতো আশ মিটিয়ে আসি। নিত্য দিন তোমার কাপড় খুলতে খুলতে অভ্যস্ত হয়ে পড়েছি আমি। একদিন তোমার শরীর না দেখলে কিছু ভালো লাগে না। ভালে লাগে না তোমাকে খেতে না পারলে। মনের ক্ষুধা তোমাকে ছাড়া আর কোথাও মিটাতে ভালো লাগে না। তুমিই আমার সবচেয়ে বড় নেশা। নিকোটিনের চেয়েও অনেক ভয়ানক নেশা তুমি। একদিন তোমাকে খেতে না পেলেই মৃত্যুর মুখে পতিত হই। তোমার ভালোবাসাময় আদর পেলে সবকিছুই ভুলে যাই আমি। তোমার সাথে যাবতীয় খেলায় মত্ত হয়ে পড়েছি। এখন আর লজ্জা করে না সময়-অসময় তোমার কাছাকাছি যেতে। তোমার কাপড় খুলতেও দ্বিধা  লাগে না মনের মধ্যে। মানিয়ে নিয়েছি সব তোমার সঙ্গ পেতে পেতে।

 

বৃষ্টি ভেজা রাতে তোমার উষ্ণতা পেতে মন সদা ছটফট করে। তোমার পুরো শরীর জুড়ে আদর বুলাতে মাত্রাতিরিক্ত ভালো লাগে। আজকাল তোমার ভাবনায় মত্ত হয়ে ডুবে থাকি। মন থেকে কভুও সরাতে পারিনা তোমাকে। সরাতে গেলেই প্রাণের ভিতর ব্যথা পাই। যখন তোমার শিশু বাচ্চাকে বুকের দুধ পান করাও তখন তোমাকে মহীয়সী নারী মনে হয়। বাচ্চার প্রতি কতোটা খেয়ালি তুমি। শুনেছি বাচ্চা জন্ম দিয়ে মাতৃত্বের স্বাদ পেতে অধিক ভালো লাগে তোমার। সেখানে আমিও চাই আমার সন্তানের মা হিসেবে তোমাকে মাতৃত্বের  স্বাদ ভোগ করাতে। তুমি চাইলে যখন তখন নিতে পারো আমার সেই ঔরসজাত সন্তান জন্ম দিতে।  তোমার সাথে যৌনতায় জড়াতে আমার কোনো ক্লান্তি আসে। একাধিক বার তোমার সাথে যৌন সঙ্গমে জড়াতে পারি।

 

তোমাকে দিতে পারি অমৃতের সুখ। তোমার পুরো যৌবনে সুপুরুষ আমি। আমার সব কাম বাসনা তোমাকে ঘিরে। তোমাকে চর্বণ করতেই আমার যতো আয়োজন। প্রতিক্ষণে তোমার পরিপাটি সাজগোজ আমার অত্যধিক ভালো লাগে। ভালো লাগে যৌন সঙ্গম শেষে গোসলের পর তোমার পরিতৃপ্তির মুখখানি দেখতে। যে ভালোলাগার কোনো তুলনা হয় না। তুমি আমার তুলনাহীনা ভালোবাসা। আমার সব শখ-আহ্লাদ তুমি। তোমাকে ঘিরেই  আমার যতো আঁকিবুঁকি। তাই কখনো বিরক্ত হইওনা আমার প্রতি। আমি তোমার প্রেমিক হয়েই আমৃত্যু কাছাকাছি থেকে যেতে চাই। আমার সব চাওয়া-পাওয়া তুমি। অন্যথায় বৃথা আমার তুমিহীন বেঁচে থাকা। অধিক ভালোবাসি প্রাণের হিমানী তোমাকে। শুধু তোমাকেই ভালোবাসি !

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park