1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

তুমি আমার না হও…তবুও তুমি জেনে রাখো… 

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

সুজন কুমার রায়

ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০২৬৫

 

প্রিয়তমা/প্রিয়তম-

আমি জানি না ভালোবাসা ঠিক কেমন?

ভালোবাসা সঠিক কাকে বলে?

 

এক প্রকার বাধ্য হয়ে আজ তোমাকে উদ্দেশ্য করে বলতে হচ্ছে-

 

তোমার সাথে আমার সেরকম ভাবে পরিচয় ছিল না, এখনো আমরা ততটা পরিচত নই। শুধুমাত্র এতটুকুই পরিচয়- মাঝে মধ্যে মেসেঞ্জারে তোমার সাথে একটু কথাবার্তা হয়। এইটুকু পরিচয়ের মধ্য দিয়ে তোমার প্রতি আমার যে একটা ভালো লাগার অনুভূতি প্রকাশ পেয়েছে…তা আমি আর অন্য কারোর কাছে সেভাবে কখনোই পাবো না।

আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি তোমার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা জন্মেছে। যদিও এখন পর্যন্ত আমি সঠিক জানি না ভালোবাসা ঠিক কাকে বলে?

তবে-আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি- কারোর প্রতি ভালোবাসা জন্মিলে এমন একটা অনুভূতি আসে, তা হয়তো-বা বলে বোঝানো টা কারোর পক্ষে সম্ভবপর হয় না।

ভালাবাসাটা এমন একটা অনুভূতি যা হৃদয়ের উপলব্ধি, মনের ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ।

আমি কখনোই চাইনি কারোর প্রতি আমার ভালোবাসা জন্মাক, ভালোবাসার মধ্যে যতটা না সুখ আছে তার থেকে দুঃখ কষ্টই অনেক বেশি। তোমার প্রতি আমার ভালোবাসা এভাবে জন্মামে আমি তা কখনোই প্রত্যাশা করি নি। তোমার সাথে পরিচয় হবার পর থেকে… তোমার কথা বলার ধরণ, আচরণ ভঙ্গি, শ্রুতিমধুর কন্ঠস্বর, অনিমেষ দৃষ্টি, শুদ্ধচিত্ত মন, তোমার এসব ব্যক্তিত্বই আমাকে অভিভূত করেছে। অনিচ্ছা সত্ত্বেও নিজের অজান্তেই তোমাকে আপন করে ভালোবেসেছি। আমি জানি তোমাকে আপন করে পাবো না ঠিকই তবুও তোমার প্রতি আমার এ ভালোবাসা সর্বদাই অটুট থাকবে। তোমার প্রতি আমার যতটা ভালোবাসা  জন্মেছে এরকম ভাবে আর কারোর প্রতি ততটা ভালোবাসা জন্মাতে পারবো না, তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা হয়ে হৃদয়ে থাকবে। তুমি আমার না হও… তবুও তুমি জেনে রাখো… তোমাকে কতটা যত্নে  আপন করে ভালোবেসেছি। তোমাকে এতটাই আপন করে ভালোবাসি তা কখনোই বলা হয়নি, আমি তা বলতেও চাই না। আমি জানি তুমি আমার হবে না, ভালোবাসি বলে আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমার শত দুঃখ কষ্টের অনুভূতিতে  এইটুকু স্মৃতি কাব্য লিখে রাখতে চাই, আমি তোমাকে কতটা যত্নে আপন করে ভালোবেসেছি।

তা শুধুই আমার হৃদয় জানে, মন বোঝে ভালোবাসার কি করুণ কষ্টের অনুভূতি।

(ভালো থেকো ভালোবাসা)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park