1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

তীব্র গরমে শিক্ষার্থীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ডেক্সঃ মোঃ তানজিমুল ইসলাম

 

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার টেরাগড় এলাকায় অবস্থিত “দি অক্সফোর্ড কোচিং সেন্টার”-এ আজ এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। চলমান তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে তাদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও ওরাল স্যালাইন বিতরণ করা হয়।

 

এই মহতী উদ্যোগে সৌজন্য ও সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ।

বিশেষভাবে সহযোগিতায় ছিলেন—

প্রতিষ্ঠাতা: মোঃ তানজিমুল ইসলাম

প্রধান উপদেষ্টা: কবি ইশতিয়াক আহমেদ

সহ-প্রতিষ্ঠাতা সভাপতি: কবি কাউছার আলম রবি

সাধারণ সম্পাদক: মুহাম্মদ আবু রিসাত উৎস

অর্থ সম্পাদক: মোঃ তৈয়ব ইসলাম

 

বিতরণ কার্যক্রমে সরাসরি উপস্থিত ছিলেন পরিষদের সহ সম্পাদক মুহাম্মদ কাউছার আলম রবি। তিনি শিক্ষার্থীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন এবং গরমকালীন স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।

 

সহযোগিতাকারীদের মূল্যবান বক্তব্য:

মোঃ তানজিমুল ইসলাম বলেন—

“মানবিক কাজই আমাদের সাহিত্যচর্চার মূল অনুপ্রেরণা। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”

 

কবি ইশতিয়াক আহমেদ বলেন—

“সাহিত্য শুধু লেখালেখিতে সীমাবদ্ধ নয়, মানবতার সেবাতেও সাহিত্যিকদের অগ্রণী ভূমিকা থাকা উচিত।”

 

কবি কাউছার আলম রবি বলেন—

“এই প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি সময়োপযোগী মানবিক পদক্ষেপ। আমাদের সংগঠন সবসময় এমন উদ্যোগে থাকবে।”

 

মুহাম্মদ আবু রিসাত উৎস বলেন—

“আমরা চাই সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক দায়িত্বেও বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ অগ্রণী ভূমিকা রাখুক।”

 

মোঃ তৈয়ব ইসলাম বলেন—

“এ ধরনের কল্যাণমূলক কাজে সবসময় আমাদের আন্তরিক সহযোগিতা থাকবে। এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

 

এই আয়োজনে পরিষদের সকল সদস্যগণ আন্তরিকতা ও আনন্দ নিয়ে অংশগ্রহণ করেন। তারা মনে করেন, সাহিত্যচর্চার প্রকৃত উদ্দেশ্য তখনই সফল হয়, যখন তা সমাজের প্রয়োজনে সাড়া দেয়।

 

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park