তোয়াকুল,গোয়াইনঘাট, সিলেট
ইচ্ছাশক্তি আইডি নং ০০২০২২০৮৪৬
তাসফিয়া তার মাকে বলছে, আম্মু! ভাইয়া কোথায়? মা কি বলবে হতভম্ব! কারণ তাসফিয়ার ভাইয়া লাবিব তো আর বেঁচে নেই! সে শহীদ হয়েগেছে ২৪ এর গণআন্দোলনে। তবুও মেয়েকে তো সান্তনা দিতে হবে। কিভাবে কি বলবে মেয়েকে, এনিয়ে চিন্তায় মগ্ন তাসফিয়ার মা!
এমতাবস্থায় তাসফিয়ার দ্বিতীয় প্রশ্ন মায়ের কাছে- আচ্ছা আম্মু! ভাইয়া কি আর আসবে না?মেয়ের প্রশ্ন শুনে মায়ের অন্তর গলে টপটপে চোখ দিয়ে পানি বের হচ্ছে! একপর্যায়ে তাসফিয়ার পীড়াপীড়িতে মা বলে উঠলেন, তোমার ভাইয়া তার মূল বাড়ি চলে গেছে। যেথায় আমাদেরও একদিন যেতে হবে। আর তা হচ্ছে পরকাল। সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না।
মায়ের কথা শুনে তাসফিয়া বলল, আম্মু! পরকালে ভাইয়া কেমন আছে? উত্তরে মা বললেন, তোমার ভাইয়া খুবই সুখে, জান্নাতে আছে। তোমার ভাইয়াকে স্বৈরাচারেরা শহীদ করেছে। আর কুরআনে আছে শহীদরা জান্নাতী। জান্নাত হলো- এমন সুখের স্থান, যা কেউ কল্পনাও করতে পারে না।
মায়ের কথাগুলো মন দিয়ে শুনলো তাসফিয়া। বলে উঠলো, চলো মা; আমরাও শহীদ হয়ে চিরসুখের স্থানে চলে যাই।