তালে নেই কেমিক্যাল
নার্গিস আক্তার
গোপালগঞ্জ, ইসলামপাড়া, বাংলাদেশ।
শরতের এলো তাল নিয়ে
তালের পিঠা মজা,
দেশীয় তাল সব ফলের সেরা
খেতে দারুন মজা।
ক্ষতিকারক বিষনাশক ঔষধ
সব ফলে প্রয়োগ হয়,
একমাত্র তাল ফল নাশক মুক্ত
স্বাস্থ্যসম্মত কয়।
পরিমিত তাল খান চিন্তা নাই
রোগবালায় ভয় নাই,
তালের রূপ পিঠার গুনে
নেই তাতে তেমন গুণ।
শরৎ এলো পাকা তালে
দাদি নানি খুশি ,
নাতি নাতনি আসবে বলে
তৈরি কর তালচুষী।