1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

তরুণদের চোখে খেলাফত 

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৪৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

মোঃ নূরনবী ইসলাম সুমন 

 

খেলাফতের ধারণা সরাসরি আল্লাহর নির্দেশনা থেকে এসেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন:

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ

উচ্চারণ:

ওয়াদাল্লাহুল্লাজিনা আমানু মিংকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ।

বাংলা অর্থ:

“তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন।”

(সূরা আন-নূর: ৫৫)

 

তরুণদের চোখে খেলাফতের ভাবনা

 

আদর্শ ও অনুপ্রেরণা

 

খেলাফতের মডেলকে নবীজির (সা.) হাদীসের আলোকে বুঝতে হবে। তিনি বলেন:

إِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ

উচ্চারণ:

ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি।

বাংলা অর্থ:

“নেতা হলেন ঢালস্বরূপ। তার পেছনে অবস্থান করে যুদ্ধ করা হয় এবং তার মাধ্যমেই রক্ষা লাভ করা যায়।”

(সহীহ মুসলিম: ১৮৪১)

 

ইসলামী মূল্যবোধের সংরক্ষণ

খেলাফতের মূল দায়িত্ব হলো মানুষকে আল্লাহর নির্দেশ মেনে চলার জন্য উৎসাহিত করা। নবী করিম (সা.) বলেন:

كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ

উচ্চারণ:

কুল্লুকুম রাঈউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইইয়াতিহি।

বাংলা অর্থ:

“তোমাদের প্রত্যেকেই একজন রক্ষক, এবং তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে।”

(সহীহ বুখারি: ৮৯৩)

 

আধুনিক খেলাফতের রূপান্তর::

আজকের তরুণরা আধুনিক খেলাফতের ধারণায় প্রযুক্তি, শিক্ষা এবং মানবাধিকারকে গুরুত্ব দেয়। কুরআনে আল্লাহ বলেন:

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

উচ্চারণ:

ওয়া তাওয়ানু আলাল বিররি ওয়াত তাওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।

বাংলা অর্থ:

“তোমরা ন্যায় ও পরহেযগারিতায় একে অপরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালঙ্ঘনে সহযোগিতা করো না।”

(সূরা মায়িদাহ: ২)

 

তরুণদের চোখে খেলাফত হলো ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের বাস্তবায়ন। তবে এটি কেবল একটি শাসনব্যবস্থা নয়, বরং একটি আদর্শ, যেখানে মানুষ ন্যায়বিচার, মানবিকতা এবং আল্লাহর নির্দেশনার আলোকে জীবনযাপন করবে।

নবীজির একটি দোয়া:

اللَّهُمَّ اجْعَلْنِي فِي عَيْنِي صَغِيرًا وَفِي أَعْيُنِ النَّاسِ كَبِيرًا

উচ্চারণ:

আল্লাহুম্মাজ আলনি ফি আইনি সাগীরাওয়া ফি আইউনিন্নাসি কবীরা।

বাংলা অর্থ:

“হে আল্লাহ! আমাকে আমার নিজের চোখে ছোট এবং মানুষের চোখে বড় করে দাও।”

(ইমাম গাযালির মোনাজাত)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park