প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন আগেই। এইবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় টপ অর্ডার ব্যাটার ভিরাট কোহলি।
সাদা পোশাকের ক্রিকেটে সময়টা খুব একটা ভালো যাচ্ছিলো না ভিরাট কোহলির। গত বর্ডার-গভাস্কার ট্রফি থেকে ব্যাট হাতে রান নেই এই তারকা ব্যাটারের। তাইতো সেই সিরিজ পরই গুঞ্জন উঠেছিলো এমন পারফরম্যান্সের কারণে হয়তো শিগগিরই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন এই টপঅর্ডার। অবশেষে সেই গুঞ্জন হলো সত্যি আজ নিজের ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন টেস্ট ক্রিকেট থেকে নিজের বিদায়ের কথা।
টেস্ট থেকে অবসরের ঘোষণায় কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল (ভারতের টেস্ট ক্যাপ) পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, কখনো কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে, যা সারাজীবন বয়ে বেড়াব।’
টেস্ট ক্রিকেট থেকে কী পেয়েছেন বোঝাতে গিয়ে কোহলি লিখেছেন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত—যেগুলো কেউ দেখে না, কিন্তু সেগুলোই আজীবন মনে গেঁথে থাকে।’
২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পা রেখেছিলেন কোহলি। গত ১৪ বছরে খেলেছেন ১২৩ টেস্ট, ৩০ সেঞ্চুরিসহ করেছেন ৯২৩০ রান।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com