জয় দিয়েই বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচেই পেয়েছে বহুল কাঙ্খিত জয়ের দেখা। তাতে ফুরিয়েছে এক দশকের অপেক্ষা। ২০১৪ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম কোনো ম্যাচ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বাধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১১৯/৭ (নিগার ৩৬, সাথী ২৯; হর্লি ৩/১৩)।
স্কটল্যান্ড: ১০৩/৭ (সারাহ ব্রাইস ৪৯*, ক্যাথরিন ১১, আইলসা লিস্টার ১১; রিতু ২/১৫, মারুফা ১/১৭, নাহিদা ১/১৯)।
ম্যান অব দ্য ম্যাচ: রিতু মনি