ডেক্সঃ মোঃ নাছিম
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকল শিক্ষার্থীদের উদ্যোগে—আয়োজন হতে যাচ্ছে টিটিআই ১ম পূর্ণমিলনী অনুষ্ঠান -২০২৫ইং।
আনন্দ, স্মৃতি আর বন্ধনের অপূর্ব মেলবন্ধন ঘটতে যাচ্ছে টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই)-এর ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত পূর্ণমিলনী অনুষ্ঠানে। ২০২৫ সাল আমাদের জন্য এক বিশেষ বছর, কারণ এই বছরই প্রথমবারের মতো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে আমরা একসাথে মিলিত হতে চলেছি আমাদের প্রাণের প্রতিষ্ঠান টিটিআই-তে।
একটি টেকনিক্যাল ইন্সটিটিউট শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জায়গা নয়, এটি চরিত্র গঠন, স্বপ্ন বোনা এবং বাস্তবতার মুখোমুখি হওয়ার এক নিরব পথচলার সাথী। এখানে কাটানো প্রতিটি মুহূর্ত, সহপাঠীদের সঙ্গে ভাগ করা হাসি-কান্না আর শিক্ষকদের নিঃস্বার্থ পরিশ্রম আজো আমাদের জীবনের প্রতিটি সাফল্যের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
পূর্ণমিলনী শুধু একটি অনুষ্ঠান নয়—এটি স্মৃতির সরণীতে ফিরে যাওয়ার এক সেতুবন্ধন। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এটি পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করার, অভিজ্ঞতা বিনিময়ের এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক অনন্য সুযোগ। আর বর্তমান শিক্ষার্থীদের জন্য এটি আত্মবিশ্বাস গড়ার, অনুপ্রেরণা লাভের এবং ভবিষ্যতের দিকনির্দেশনা পাওয়ার একটি উজ্জ্বল প্ল্যাটফর্ম।
এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু অতীতকে স্মরণ করবো না, বরং ভবিষ্যতের পথচলাকেও আরো সুদৃঢ় করবো। প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের টিটিআই যেন এক শক্তিশালী, প্রযুক্তি-সমৃদ্ধ, ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়—এই আমাদের প্রত্যাশা।
পূর্ণমিলনী সফল করতে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আসুন, আমরা সবাই মিলে এই মিলনমেলাকে সফল করে তুলি এবং টিটিআই-এর গৌরবময় ইতিহাসকে আরও সমৃদ্ধ করি।
পূর্ণমিলনীর তারিখঃ ঈদ-উল-আযহার ৩য় দিন
সেশনঃ ২০০২ -০৩ সেশন হতে চলমান সেশন পর্যন্ত
রেজিস্ট্রেশন শুরু ১৭ এপ্রিল ২০২৫ইং থেকে শেষ ১৭ মে ২০২৫ইং
টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই)
চাঁদপুর, নুনগোলা, বগুড়া।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com