সুন্দর দেশ গড়ার জন্য যে দেশ করা হলো স্বাধীন সেই দেশ যেনো ভয়ার্ত কালো অধ্যায়ে ঢাকা। সূর্যের প্রকটতার মতো চারদিকে যেনো লেলিহান সব হায়েনার উত্তাপ। অপারেশন ডেভিলহান্ট কোথায় গেলো? বাগানের ছোট একটা ফুল সেও রেহাই পেলো না এসব অমানুষের হাত থেকে? তবে আজ সত্যি বৃথা সুষ্ঠ দেশ গড়তে।
যেখানে রেহাই মেলে না ছোট আছিয়ার মতো ফুল সেখানে তো সুষ্ঠ দেশ চিন্তা করাই যেনো বিলাসিতা! মানুষ হয়ে এতো অমানুষ কেনো? মায়ের জাতিকে যেখানে করাল গ্রাসের মুখে পড়তে হয় সে দেশ কী আসলেই গড়তে পারে ভালোভাবে? নিজের বিবেক জ্ঞান কোথায় হারিয়ে ফেলেছি আমরা? মনে বারবার প্রশ্ন উদীয়মান ছোট আছিয়ার সাথে কেন এমন হলো? মানুষ হয়ে আজ বড় ধিক্কার জানাই নিজেকে। আজও আমরা মানুষ হতে পারলাম কই? এমন দেশ তো চাই নি আমরা?
চারদিকে শুধু আহাজারি আর শুকুনের থাবার শিকার আছিয়ার মতো ছোট ফুল! নিজেদের মনকে একটু জাগাই, একটু চিন্তা করি আর যেনো কোনো ফুল অকালে ঝরে না যায়! চলুন না সবাই একটু মানুষ হয়ে উঠি! মানুষ রূপে অমানুষ না! ঝরে গেলো তো ছোট ফুল তবুও মেলেনি সুবিচার! অমানুষগুলো ঠিকই মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। শুধু শ্বাস থেমে গেলো আছিয়ার। কী দোষ ছিল? দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আছিয়ার মতো আর কোনো ফুল যেনো শিকার না হয় শুকুনের থাবায় সরকার, প্রশাসন সবার কাছে আমার আকুল আবেদন।
লেখক পরিচিতি :
সুরাইয়া ইয়াসমিন সুমি
শিক্ষার্থী, অনার্স ২য় বর্ষ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, সরকারি বি. এল কলেজ, খুলনা।