জ্বলে, জ্বলে জোনাকি পাখি।
দিয়ে যায় আলো।
তাইতো আমি জোনাকি পাখিকে
বাসি এতো ভালো।
জোনাকি পাখি রাতের বেলায়।
নিভু নিভু জলে।
ঘুটঘুটে অন্ধকারে ও
আলোর প্রভা ফেলে।
জোনাকি পাখিকে রাতে আধারেই।
শুধু দেখা যায়।
সকাল হলে তার আলো
ভ্যানিশ হয়ে যায়।
জোনাকি পাখি অন্ধকারে ঝায়ের শাখায় দোলে
সেই অন্ধকারে শনশনশন আওয়াজ
শুধুই তোলে।
পাতায় পাতায় ঝোপে ঝারে জোনাক পাখি আলো ধরে।
সেই আলোতে মুক্তমানিক চিকচিকিয়ে জ্বলে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com