পায়রা জোড়া খায়না খাবার
মান করেছে খুব
সকাল সকাল বাক-বাকুম
গিন্নি বলে চুপ
সারারাতে কওনি কথা
পায়রা বলে রেগে
গিন্নি বলে তেপান্তর আজ
যাচ্ছি আমি ভেগে
নয়া মাঠের মটরশুঠিঁ
আছে মোটা ধান
বলিষ্ঠ এক পায়রা ডাকে
পালক ধরে তাণ
আজান হইছে মুন্সী ডাকছে
মৌলভী হইছে তৈরি
মুসুল্লিরা অযু করছে
আবহাওয়া আজ বৈরি
যাবনা বিলে খাবনা দানা
তুমি চাইলে যাও
তুমি আমার নামের গিন্নি
নিষিদ্ধ নাই কোথাও
তেজ্বী গিন্নি শক্ত ডানায়
ভড় করিয়া যায়
পায়রাটা আজ ভীষণ দুঃখী
পেছন ফিরে চায়