এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার উদ্যোগে জুলাই বিপ্লব ২৪’এ শহীদ ও আহতদের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অদ্য ০১.০৭.২৫ সন্ধ্যা ৭:০০ ঘটিকায় মীরসরাই উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ আনোয়ার উল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর জনাব আলা উদ্দিন সিকদার। প্রধান অতিথি তার বক্তব্য বলেন আগামী নির্বাচনে জুলাই বিপ্লবের চেতনা ও প্রত্যাশা হবে গন আকাঙ্ক্ষা। তিনি নিহতদের শহীদি মর্যাদা এবং আহতদের সুচিকিৎসা সহ রাষ্টীয় মর্যাদা প্রদানের আহ্বান জানান।
এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইউসুফ বিন আবু বকর, উপজেলা জামায়াতের বি এম সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন, মাওঃ আবু বকর, অফিস সেক্রেটারী শফিকুল আলম সিকদার, মীরসরাই পৌর আমীর মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।
এসময় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখা এবং মীরসরাই পৌরসভার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মী বৃন্দ সহ সাধারণ মুসল্লীগণের উপস্থিতিতে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য দোয়ার মাধ্যমে শেষ হয়।