1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

 জীবন যেমন — মোহাম্মদ মনজুর আলম 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

জীবনের চরম সত্যি হলো আপনি সবাই কে হাসাবেন কিন্তু আপনি হাসবেন না,তবুও আপনাকে হাসার অভিনয়ে জীবন পাড়ি দিতে হবে!

বাস্তবতা এমন একটি মূহুর্ত যখন আপনার সামনে চলে আসবে তখন আপনি এমন কিছু উপলব্ধি করতে পারবেন যা কিনা আপনার চলার পথে নতুন পথের সৃষ্টি করবে।  কখনো আবেগের ছলে বাস্তবতার কাছে ধরাশায়ী হতে হয়। জীবনের অন্তিম সিড়িতে উঠার পরও সামনে চলার অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে হয়। মানুষ ভাগ্য কে বিশ্বাস করে।  সেই ভাগ্য কে মেনে নিয়েই জীবন যুদ্ধে জয়লাভ করতে হয়। জীবন কি?  এটাই জীবন। সবকিছু মানিয়ে নিতে হয়। চলতে চলতে জীবনের গতিরোধ থেমে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত নিজের জন্য আপনজনের জন্য লড়াই করে যাওয়ার নামই জীবন।

 

আপনার জীবন টি আপনার একার, কিন্তু এই জীবনের সাথে জড়িয়ে থাকে আপনজন তথা মা-বাবা বিবি বাচ্চা আত্মীয় স্বজনরা। আপনার মূল্যবান জীবনের উপর নির্ভরশীল অনেক কিছুই। আপনিই সাজাতে পারবেন আপনার জীবন নিজের মতো করে।  আপনি চাইলে জীবন কে করতে পারেন সুন্দর। আবার আপনি চাইলে জীবন কে করতে পারেন নরকযন্ত্রণা! জীবন টা ছোট্ট কিন্তু এর গুরুত্ব অপরিসীম। কারণ এই দুই দিনের দুনিয়ার জলসা ঘরের সবকিছুর বিনিময়ে হবে আপনার চিরস্থায়ী নিবাস আখিরাতের সার্টিফিকেট। জীবন টা একটা পরীক্ষাকেন্দ্র, যার ফলাফল একমাত্র আখিরাত তথা পরকালে প্রকাশ হয়। এই পার্থিব জীবনে সুখ-স্বাচ্ছন্দ্যে লোভ লালসা ভুলে দুই দিনের দুনিয়ার জয়ী করতে পারলে, চিরস্থায়ী আখিরাত হবে অনন্তকালের সুখী জীবন।

 

দুনিয়ার মায়াজালে আবৃত না হয়ে, সকলের সাথে মিলে মিশে  জীবন করতে পারলেই, পরকালে আসবে শান্তি। জীবনের ঘটে যাওয়া অতীত কে মনে রেখে সামনে এগিয়ে চলতে পারলেই জীবন স্বার্থক। আপনার অতীত গুলো অনুপ্রেরণা যোগাবে জীবন কে সাজানোর জন্য। প্রাত্যহিক ঝঞ্ঝাটময় জীবনে উঁকি দেয় যন্ত্রণা।  আপনার প্রতি দিনের কর্মকান্ড গুলো হচ্ছে আপনার জীবনের অংশ, সেই কর্মকাণ্ড গুলোকে করতে হবে জীবনের কাঠামো গঠনের।

ভুল গুলো শুধরে মূল্যবান সময়ের সাথে একনিষ্ঠতার সাথে জীবন ভেলায় চড়ে জীবনের এই মহা সমুদ্র অতিক্রম করার নাম “জীবন ” জীবনে প্রতিটি মানুষের নিজস্ব এক সত্তা রয়েছে।  যা নিজ নিজ স্বাধীনতার অনুপ্রেরণা নিয়ে এগিয়ে চলে দুর্বার প্রত্যয় নিয়ে। জীবনের কঠিন সময় আসবেই তা নিয়ে হতাশায় না থেকে জীবন কে উপভোগ করে নিজের বাস্তবায়নের লক্ষ্য অবিচল রেখে, স্বপ্নপূরনের দৃঢপত্যয় নিয়ে জীবন রচনার পরিসমাপ্তি পর্যন্ত এগিয়ে চলায় হচ্ছে জীবনের স্বার্থকথা।

 

যারা শূন্য পকেটে সমাজের আনাচকানাচে ঘুরে বেড়িয়েছে, বা এখনো ঘুরে বেড়াচ্ছে তারাই জানে জীবন কি! যে শূন্য পকেটের হাহাকার নিয়ে জীবন প্রতিষ্ঠিত করতে পেরেছে সেই জয়ী জীবন যুদ্ধে। জীবনে আসলে শেষ বলে কিছু নেই, আপনি যেখানে হুঁচট খেয়ে আছড়ে পড়েছেন। সেখান থেকে আবার শুরু করতে হবে। জীবন কে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সাজাতে হবে।  সৎ, সততা, পরিশ্রম হচ্ছে একটি সুন্দর জীবনের অবকাঠামো। আপনি মেধা, সাহস, সততা, ধৈর্য্যের কাঠামো দিয়ে জীবন সাজাতে পারলেই জীবন সুন্দর।  যারা জীবনে সাকসেস তাদের অতীত কিন্তু সুখের ছিল না, আপনি খোঁজ নিয়ে দেখুন তাদের আজকে সাকসেস  এর পিছনে রয়েছে ধৈর্য্য, সততা, অধ্যাবসায়।

হাসি কান্না আনন্দ বেদনার সংমিশ্রণে জীবন গঠিত। সব কিছু মিলিয়ে জীবন টা উপভোগ করতে হবে।  অল্প দুঃখে কাতর হয়ে পড়লে জীবন যন্ত্রণা দায়ক হবে। আমাদের মেনে নিতে হবে,  দুঃখ কষ্ট সবই জীবনের অংশ।  একটি সুন্দর জীবন গঠনে লোভ লালসা হিংসা বিদ্বেষ অহংকার পরিত্যাগ করতে হবে।  লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার কখনো আপনাকে সুখ দিতে পারেনা!  এই সব বিষয় গুলো সব সময় জ্বলে পুড়ে ছারখার করে দিবে, আপনার জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। আপনি যত উদারতা ছড়িয়ে দিবেন ততই আপনার কাছে জীবন উপভোগ্য মনে হবে।

 

আপনার  জীবনে লক্ষ্য বাস্তবায়নের পথে হাজারো বাঁধা আসতে পারে। সকল বাঁধা উপেক্ষা করে আপনাকে এগিয়ে যেতে হবে চুড়ান্ত লক্ষ্যে। জীবনের লক্ষ্য স্থির রেখে আপনার গন্তব্য সাজাতে হবে জীবনের পথের।  স্বপ্ন গুলো স্বাধীন রেখে তা বাস্তবায়নের সুপ্ত বাসনা মনের মাঝে লালন করতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে।সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলে জীবন। সময় টা দীর্ঘ কিন্তু জীবন টা দীর্ঘ নয়। সময় থেকে কিছু দিনের জন্য জীবন নেয়া।  জীবন একদিন ফুরিয়ে যাবে, কিন্তু সময় চলবে অবিরাম নিরন্তর। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়,মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনের প্রতিটি ধাপে কষ্ট আসবে তাতে মানসিক ভাবে ভেঙে  পড়লে জীবন পিছিয়ে যাবে। জীবনের সকল দুঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসেবে স্বাভাবিক ভাবে গ্রহণ করার নাম-ই হচ্ছে, জীবন।  একটি জীবনের পরিপূর্ণ সাকসেস হতে অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে অমসৃণ কাঁটা  ভরা পথ পাড়ি দিতে হয়। সকল বাঁধা অতিক্রম করে

 

জীবন হোক উজ্জীবিত সোনালী রোদের ঝিলিকে। জীবন হোক স্বর্নালী  সুখের ঠিকানা, আলোয় ভরা আলোকিত একটি জীবন।

 

লেখক -মোহাম্মদ মনজুর আলম

চরনদ্বীপ বোয়ালখালী চট্টগ্রাম (প্রবাসী)

ইচ্ছাশক্তি  আইডি -০০২০২২০১৪৩

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park