জীবন মাঝে মাঝে আমাদের কতো কিছু শেখায়, কিছু ভাবনা আর কিছু চিন্তা তো এরই অংশ, মাঝে মাঝে হয়তো আমরা জীবন আর নিজের ভবিষ্যত নিয়ে এতোটা চিন্তিত হয়ে পড়ি যে মনে হয় জীবনে ভবিষ্যতে বলতে হয়তো কিছুই নাই, আর যা আবশিষ্ট পড়ে থাকে সেইটাই হয়তো অন্ধকার ছাড়া আর কিছু নয়; আমরা চেষ্টা করি এমন অন্যমনস্ক ভাবনা থেকে নিজেদের আড়াল করে রাখতে, বর্তমান নিয়ে চিন্তা করতে, কিন্তু পারি না! যেন মনে হয় ভবিষ্যত আমাদের কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত......!
নিজের কথাই ভাবি! এইতো বছরখানেক আগেও কেমন যেন অন্যরকম ছিলাম! ক্যারিয়ার আর পড়ালেখার পাশাপাশি প্রিয় মানুষদের জন্য ও চিন্তা করতাম বরংবার! তারা কি থাকবে শেষ পর্যন্ত জীবনে? নাকি মাঝপথে ছেড়ে যাবে, চলে যাওয়া শেষ ট্রেনটার মতো! কতো বন্ধুর সাথে রোজ একবার করে দেখা করার অভ্যাস গড়েছিলাম, ফোন বা ম্যাসেঞ্জারে নক করে কতোজনের খবর নিয়েছিলাম! অথচ আজ মনে হচ্ছে সব কিছুই যেন ব্যর্থ কারণ এই শহরে কেউ কারো নয় যতক্ষণ আপনি প্রয়োজন ততক্ষণ আপনি তাদের প্রিয়জন....!
নিজেকে নিয়ে ভাবুন আর নিজেকেই চিন্তায় রাখুন, কারণ মনে রাখতে হবে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে! তাই অযথা চিন্তা বাদ দেওয়াটাই শ্রেষ্ট
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com