জীবন খাতার ছিন্ন পাতায়
কত কিছু লেখা!
হর্ষ বিষাদে,কালের দ্বন্দ্বে
হয়নি ফিরে দেখা।
চেয়েছি যারে আপন করে,
পাইনি তারে কভু!
সপেছি মোর সবটুকু তারে,
ফিরেনি সে আর তবু।
জীবন মন্থিত রুপ,রস,
শত সুখের নির্যাস!
দুঃখ সয়ে দিয়েছি তারে,
তবু সে মানেনি পিছুটান।
জীবনের অভিধানে লিপিবদ্ধ গীতিকাব্যে,
কত কিছু আঁকা!
স্মৃতির কপাট বন্ধ হয়ে
ভ্রমে ভরেছে তাহা।
ধুলোয় মাখা স্মৃতির পাতা
নেইতো আর অমলিন,
জীবন সায়াহ্নে এসে দেখি
সব হিসাব আজি গড়মিল।