জীবনে চলার পথে যদি বাধা আসে
ভয় পেয়োনা তুমি,
সাহস রেখো বুকে।
অন্যায় অবিচারে করোনা মাথা নত
সঠিক পথে থেকো সর্বত্র অবিচল,
ভেঙোনা তোমার মনোবল।