জীবনের উপহার
ফারহানা খান
জৈষ্ঠ্যের দুপুর,
খটখটে রোদ্দুর চারিদিকে।
এক বৃদ্ধ অশ্বত্থ গাছের নিচে
জীবনটাকে দাঁড় করিয়ে চলে গেলে তুমি।
অথচ কত কিছু দেখার বাঁকী ছিল।
হিমালয়, ভিসুভিয়াস, ভিক্টোরিয়া
কিছুই দেখা হলো না।
বলেছিলে-
ঘর বাঁধবে আন্দামান বা ফি ফি দিপপুঞ্জে।
হাজার বছর ধরে আমরা হেঁটে যাবো
টানেল অব লাভ বা উইস্টেরিয়া ।
ভ্যালি অব ফ্লাওয়ারস এ
ঘুরে বেড়ানোর স্বপ্ন যে স্বপ্নই থেকে গেল।
জীবনের সমস্ত দায়
তুমি এক বৃদ্ধ অশ্বথের নিকট অর্পণ করলে।
তার ছায়ায় নিজের সমস্ত আলো বিসর্জন দিলে,
পেলে এক টুকরো শান্তি।
জীবন এক অদ্ভুত খেলা সুপ্রভা-
তুমি যা চাও তা পাবেনা।
যা চাওনা তা তোমায় ঘিরে রাখবে
নিবিড় আলিঙ্গনে।