জামায়াত আছে ঘরে ঘরে
ছেলে থেকে মেয়ে,
ব্যবহার তাদের অনেক ভালো
অন্য দলের চেয়ে।
সবার আগে দেখা হলে
সালামে শান্তি মিলে,
পরিবারেরও রাখে খোঁজ
দুঃসময়েও এগিয়ে।
সততা নাই যার
স্থান নাই তার,
দেখো তুমি একবার
তাদের দলে গিয়ে।
ভালো লাগলে যোগ দিও
না হয় তুমি চলে আসিও,
দল করিও দু'জাহানে
মুক্তির আশা নিয়ে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com