1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

জাতীয় এ্যাওয়ার্ড পেলেন লেখক এস এ বিপ্লব (নারায়ণগঞ্জ)

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদনঃ

গত ২৬/১০/২৪ ইং তারিখে অনুষ্ঠান হয়ে গেল জাতীয় কবিতা মঞ্চ ইরান কালচারাল সেন্টারের যৌথ উদ্দ্যগে পয়েট্রি ফর ফিলিস্তিন। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর ২য় তলা এক জমকালো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আ ফ ম খালিদ হোসেন মাননীয় ধর্ম উপদেষ্টা। বিশেষ অতিথি মানসুর চাভোশী মাননীয় রাষ্ট্র দূত ইরান এবং দেশের বড় বড় কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবী সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কবি ও লেখক মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠানে অনেকের মতন কবি, লেখক ও কলামিস্ট এস এ বিপ্লব ইরান সাংস্কৃতিক কেন্দ্র ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের ব্যক্তিত্ব সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী’র হাত থেকে জাতীয় এওয়ার্ড লাভ করে থাকেন।

 

ফিলিস্তিনি দের নিয়ে লেখার জন্য তার এই কৃতিত্ব অর্জন। তবে সম্পাদক লিপি আপার কাছে তিনি কৃতজ্ঞ। এস এ বিপ্লব বলেন, পুরষ্কার পাওয়া যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন পুরষ্কারের সম্মান ধরে রাখা। কারণ পুরষ্কার দায়িত্ব বাড়িয়ে দেয়।যে কোন কাজের স্বীকৃতি হচ্ছে তার পুরষ্কার। পুরষ্কার একজন লেখকের লেখার উৎসাহ, উদ্দীপনা আর সাহস বাড়িয়ে দেয়। এ পুরষ্কার পেয়ে তিনি খুব আনন্দিত। এই পুরষ্কার এদেশের সকল লেখক কে সাহস দিবে আশা করি। এই পুরষ্কার প্রতিটি লেখক কে জাতীয় লেখক দের সারি তে পৌছে দিয়েছে। এই পুরষ্কার একজন লেখকের জীবনে অন্যতম সর্বশ্রেষ্ঠ অর্জন বলে মনে করি। এই পুরস্কারের মাধ্যমে লেখক দের যে সম্মান দেওয়া হয়েছে তা কখনো ভুলবে না লেখকরা। কেননা আজকাল লেখকদের মূল্যায়ন কেউ করতে চায় না। লেখক দের কদর এদেশের মানুষ বোঝেনা। এই অনুষ্ঠানে জাতীয় কবি মঞ্চ আর জাতীয় এওয়ার্ড দিয়ে সেটা বুঝিয়ে দিলেন। সর্বশেষ সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য লিপি আপা সহ অনুষ্ঠানে সবাইকে অনেক ধন্যবাদ। আগামী তে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার আশা রেখে আমি আমার লেখার ইতি টানছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park