আমি সমাজসো মূলক একটা সংগঠন প্রতিষ্ঠা করার পরিকল্পনা করি অনেক আগ থেকেই। পায়রাভরত একাডেমি প্রতিষ্ঠা করাকালীন এ বিষয়ে কয়েকজন কলম সৈনিককে ও জানাইছি। ২৫/১১/২০২৪ ইং এই পরিকল্পনাটি কাননের কাছে শেয়ার করি। তারপরের দিন থেকে এটা অনেকের কাছে শেয়ার করি। এটি তো একার দ্বারা সম্ভব না, তাই ৬/১২/২০২৪ ইং সকাল ১১টা থেকে দেড় ঘন্টা মাইদুলের সাথে আলাপ করি।
সে বলল, আমাদের যত বন্ধু আছে যাদের সাথে দেখা হবে তাদেরকে বলবি ৮ তারিখ মাগরিব পরে শালমারা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ওখানে চাতালে উপস্থিত হতে, বলবি একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে! সবার কাছে এভাবে প্রচার করতে হবে।’ আমি প্রায় বাইশজনকে আমন্ত্রণ করি, কিন্তু অনেকে ব্যস্ত থাকায় উপস্থিত হয় ১৬ জন। যেহেতু আমি প্রতিষ্ঠাতা তাই তো পরিশ্রম করতেই হবে, সেটা একটু হউক কিংবা সারাজীবন। সবাইকে ফাউন্ডেশনে যোগ দেওয়ার আহ্বান করা হয়েছে। রাত সাতটার সময় মাইদুলকে বক্তব্য দিতে বলি। আমি চাইছিলাম সহসভাপতি হবে কানন, এটা উল্লেখও করেছি। সংগঠনের নাম রাখা বিষয়ে সবাইকে প্রশ্ন করা হয়, যার যেটা নাম পছন্দ সে সেটা দাও! কোন নাম রাখলে ভালো হবে ফাউন্ডেশনের।
আমি সংগঠনের নামের সাথে পল্লী নামটি যুক্ত করার প্রস্তাব দিয়েছিলাম। মাছুম, মাইদুল, নাইম ও আরো কয়েকজন মিলে নাম রাখে ‘মানব কল্যাণ বন্ধু সংঘ’। এই নামের ফাউন্ডেশন বাংলাদেশে ব্যাপক/বেশ কয়েকটা রয়েছে। এটি ভাইরাল নাম। আমি চাইছিলাম এ নাম বাতিল করতে হবে, নিজ যোগ্যতাই এগোতে হবে। সমাজ কল্যাণ ও সংস্কারের জন্য অন্য নাম রাখার পরিকল্পনা করি, নিবন্ধনের সময় যেন ভেজাল না হয় এই চিন্তা করতে হবে। অপ্রকাশিত নাম খুঁজছিলাম। ১৬/১২/২০২৪ ইং মাইদুলকে বললাম ফাউন্ডেশনের নাম ‘সমাজচেতনা’ রাখা হউক। এবং কদিন পরে এটি সবার কাছে প্রস্তাব করি। তারপর থেকে ফাউন্ডেশনের নাম রাখা হলো ‘সমাজচেতনা ফাউন্ডেশন’।
প্রতিষ্ঠাতা হিসাবে আমার কতটা সমর্থন ও সহয়তা থাকবে জানিনা, তবে আমি স্বপ্ন দেখি সামাজকে সুন্দর করে সাজাতে। রুচি না থাকলে কি-আর করার থাকবে, হয়তো অনীহার কারণে অনেকেই চিন্তা করবে পদত্যাগ করার! আমার ক্ষেত্রেও এমনটা হতে পারে। ক্ষমা করে দিবেন। মানুষের রুচি কখন, কীভাবে হারাবে এর কিছুটা ধারণা নিশ্চয় পেয়েছেন। ফাউন্ডেশনের কমিটি ও সদস্যরা আমায় বেশ কয়েকবার তুচ্ছ করেছে, লাঞ্ছিত করেছে, মতামতের গুরুত্ব কম। এখানে কানন, মাইদুল, নাইম, ইসমাইল সহ এরা কেউ প্রতিষ্ঠাতা নয়/হতে পারবেনা। প্রথম উদ্যোগ আমারই, একটি সন্তানের দেহে তিনটি/ততোধিক বাবার রক্ত থাকতে পারেনা।
মাইদুল, নাইম ও ইসমাইলেরা চাইছিল ‘ছাত্র একতা সংসদ’ প্রতিষ্ঠা করতে আর আমি প্রতিষ্ঠা করে দিলাম ‘সমাজচেতনা ফাউন্ডেশন’। এটির কার্যক্রম মিঠাপুকুর, রংপুরে পরিচালনা ও বাস্তবায়ন হয়। তবু সবার জন্য রইল শুভকামনা।