জহির রায়হানের জন্মদিন
এস,এম,জাহিদুল ইসলাম
আজকের এই দিনে, শ্রদ্ধার সাথে স্মরণ করি,
ক্যামেরার কবি তুমি জহির রায়হান।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী, তাঁর সৃষ্টি আজও অম্লান,
মনে করিয়ে দেয়, দেশপ্রেমের গান।
চলচ্চিত্র আর সাহিত্যের তুমি যে শিল্পী,
জীবন থেকে নেয়া,তাঁর কালজয়ী সৃষ্টি আজও মুগ্ধ করে।
হাজার বছর ধরে, উপন্যাসের পাতায় গ্রাম বাংলার ছবি,
এ যেন কবিতার মত যার কলমে উঠেছে রবি।
তিনি ছিলেন আকাশে উজ্জ্বল নক্ষত্রের মত একাধারে সাংবাদিক, লেখক,চলচ্চিত্র নিমার্তা ও বীর মুক্তিযোদ্ধা।
সংগ্রামের প্রতিচ্ছবি “একুশে ফেব্রুয়ারি” তোমার লেখনীতে খুঁজে পাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা!
“স্টপ জেনোসাইড” তথ্যচিত্রে, বিশ্ব দেখেছে,পাকিস্তানি নৃশংসতা, যা আজও বাঙালির হৃদয় কাঁদে!
তোমার জন্মদিন বাঙালির গর্বের দিন,তোমায় স্যালুট
জানাই, হে কিংবদন্তী তুমি ছিলে, আছো, রবে বাঙালির হৃদয়ে।
উৎসর্গ: প্রিয় কিংবদন্তী জহির রায়হান।
রচনাকাল :১৯/০৮/২৫ ইং রাত -১১ ঘটিকায়।