এই দুনিয়ায় যায় করি
তুমি আমি মিলে সবে।
মরার পরে জবাব নিবেন
মহান আল্লাহ রবে।
অর্থবিত্তের লোভে পড়ে
হলাম আমি ধার্মিক।
নামাজ রোজা ছেড়ে আমি
হলাম টাকার প্রেমিক।
সারাদিন প্রভুর নামটা
মুখে নেয় না স্বরনে।
মরার পরে কবরে তো
জবাব নিবেন রবে।
ওগো দয়াময় প্রভু !
ওগো দয়াময় মাওলা।
একটু আমায় দাও রহমত
দাও একটু খুঁজি ওসিলা।
চাই না আমি বিচার দিনে
তোমার কাছে বিচার।
চাই আমি তোমার কাছে
সদা দয়া করুনাময় আর।
সেই দয়ার বরকতে আমি
যদি যায় বেঁচে প্রভু।
দয়া না করলে তুমি
জবাব নিবেন রবে
বার বার হাশরে শুধু।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com