জন্মদাতা পিতা
এস,এম,জাহিদুল ইসলাম
মায়ের গর্ভে জন্ম নিলেও
জন্ম দাতা পিতা,
জগতে পিতা যদি না থাকত
কেমনে হতো মাতা।
মাতার আদর সবাই দেখি
তাই মা’কে ভালোবাসি,
পিতা শুধু শাসন করে
তাই ভয়ে দূরে দূরে থাকি।
এই শাসনের মধ্যেই আকাশ
পরিমান ভালোবাসা রয়,
সন্তানদের ভালো রাখতে
কত কষ্ট একাই সয়!
সন্তান একটু অসুস্থ হলে
টাকার হিসাব কি পিতা করে,
পিতার রাগ সহ্য করা শিখতে হবে
পিতা চলে গেলে জীবন অন্ধকার হয়ে যাবে!