সাজু মিয়া (সিলেট প্রতিনিধি):
সিলেট শাহ পরাণের জননী আইডিয়াল একাডেমির একজন নবম শ্রেণির ছাত্র মোঃ আল-আমিনের বিরুদ্ধে তার বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমের সাবেক প্রশিক্ষক মোঃ রবিউল ইসলাম খান রবিন (রাশশাদ)-কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত নবম শ্রেণির শিক্ষার্থী আল-আমিনের বাড়ি সিলেটের বুরজান টি কোম্পানির ছড়াগাং চা বাগানে। তার দাদা ওই চা বাগানের একজন সর্দার।
মোঃ রবিউল ইসলাম খান রবিন জননী আইডিয়াল একাডেমির সহশিক্ষা কার্যক্রমের একজন সম্মানিত সাবেক প্রশিক্ষক। অভিযোগ অনুযায়ী, নবম শ্রেণির শিক্ষার্থী আল-আমিন পূর্বে মোঃ রবিউল ইসলাম খান রবিন সাহেবের অধীনস্থ একজন ছাত্র ছিলেন। সে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে উনার কাছ থেকে ৮০০ টাকা ধার নেয়, যা স্কুলের বেতন দেয়ার জন্য নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে টাকা ফেরত চাইলে আল-আমিন হুমকি দেয় এবং জানায়, সে কিশোর গ্যাংয়ের সদস্য এবং প্রয়োজনে তাকে গ্যাং নিয়ে প্রাণে মেরে ফেলবে।
এই ঘটনায় ভুক্তভোগী বিশিষ্ট তরুণ লেখক এবং জননী আইডিয়াল একাডেমির সাবেক সহশিক্ষা কার্যক্রমের প্রশিক্ষক মোঃ রবিউল ইসলাম খান রবিন (রাশশাদ) নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যথাযথ প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।