1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

“ছাত্র আন্দোলনের পটভূমি” — আল আমিন গাজী 

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

“ছাত্র আন্দোলনের পটভূমি”

  আল আমিন গাজী 

 

আসছে বিজয়ের মাস ডিসেম্বর। এ যেন বাঙালিদের চেতনাকে উদ্বুদ্ধ করার মাস । বিজয়ের মাস এলেই বাঙালির সুপ্ত চেতনাকে জাগ্রত করে দেয় । সর্বপ্রথম ১৯৪৮ সালে ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের পরপরই ছাত্র ঐক্য সংগঠন জোরালো রূপ ধারণ করে। এরপর  শুরু হয় রাষ্ট্রভাষার দাবিতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন ৫২’র ভাষা আন্দোলন। যা পাকিস্তান সরকারের বিরুদ্ধে ছিল। পাকিস্তান সরকার চেয়েছিল ৭০ ভাগ বাঙালির মাতৃভাষা উর্দু করতে। কিন্তু ছাত্রদের আন্দোলনের চাপে পড়ে পাকিস্তান সরকার বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে পারেনি।তার ১০ বছর পর অর্থাৎ ১৯৬২ সালে শিক্ষা কমিশনের বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলন।যা শিক্ষা আন্দোলন নামে পরিচিত। এর ৭ বছর পর অর্থাৎ ১৯৬৯ সালে ১১ দফার দাবিতে গঠিত আন্দোলন।এ আন্দোলনের অভিমুখে পড়ে যায় তৎকালীন পাকিস্তানের সেনা শাসক আইয়ুব খান এবং মূহুর্তের মধ্যে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়। যা গণঅভ্যুত্থান নামে পরিচিত। তার ২ বছর পর অর্থাৎ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ আন্দোলন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের বিজয় অর্জিত হয়। যেখানে ছাত্রদের ঐক্য সংগঠন অসামান্য অবদান রেখেছিল।

 

তারও ১৯ বছর পর অর্থাৎ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতন ঘটায়। যার অপর নাম স্বৈরাচারবিরোধী আন্দোলন ।

 

আরও ২৮ বছর পর অর্থাৎ ২০১৮ সাল। এই আন্দোলনের সূচনা হয়েছিল ২০১৮ সাল থেকে। অবশেষে ২০২৪ সালে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে এবং ছাত্রদের বিজয় সুনিশ্চিত হয়।আর এই আন্দোলনের অপর নাম “কোটা সংস্কার আন্দোলন” বা কোটা আন্দোলন। এই আন্দোলনের চাপের মুখে পড়ে দীর্ঘ মেয়াদি ক্ষমতাধর নারী , ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। অবশেষে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়। শুধু তাই নয় ,তার যত রাজনৈতিক ব্যক্তি ও তাঁর গঠন করা উচ্চ পদস্থ কর্মকর্তাসহ দেশ ছাড়তে বাধ্য হয়। শুধুমাত্র এই ছাত্র আন্দোলনের বলিষ্ঠ অবদানের জন্য। তাই কবি আল আমিন গাজী’র কণ্ঠে মিলিয়ে বলি।

 

হে ছাত্র!

তুমি পারো সমাজকে সুন্দরভাবে গড়তে,

তুমিই পারো ভালো মন্দ বিচার করতে।

তুমি পারো দেশকে দুর্নীতি মুক্ত করতে,

তুমিই পারো বিশ্বকে জয় করতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park