শিক্ষা মানুষকে মহান বানায়
মূর্খতার ধ্বংস হবে নিশ্চয়।
মূর্খরা নিজের ভুল কভু নাহি বোঝে
বিপদে জড়িয়ে তারা অপরাধী সাজে।
লোভ মোহে অন্ধ হয়ে দুনিয়া চালায়
মালিক আছেন তাদের নাহি করে ভয়।
আচরণে মানুষ কিন্তু শুধুই কষ্ট পায়
মানুষের ব্যথায় এদের দুঃখ নাহি দেয়।
ছাড় দিয়ে মালিক তিনি থাকেন অপেক্ষায়
পূর্ণতা পেলে পাপ তখনই টের পায়।
পালাবার পথ খুঁজে কভু নাহি পায়
জেল আর ফাঁসির মঞ্চে শেষ পরিণয়।
বান্দার কষ্ট মালিক সইতে না পারে
শেষ বিচারে ঢুকাবে তাদের জলন্ত অঙ্গারে।
এখনই ফেরাও হুশ থাকো সত্যের পরে
চির সুখী জান্নাত রবে তবেই তোমার তরে।