1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ছন্দ পাতা সাহিত্য পরিষদ: নবীনদের আস্থার সাহিত্য সংগঠন

  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ডেক্সঃ ইচ্ছাশক্তি

 

সাহিত্য মানুষের মনন ও সৃষ্টিশীলতার এক বিশাল ক্ষেত্র। প্রতিটি নবীন সাহিত্যপ্রেমীর হৃদয়ে জাগে নতুন নতুন ভাবনার আলোড়ন। কিন্তু তাঁদের প্রতিভা বিকশিত করার জন্য প্রয়োজন একটি সঠিক প্ল্যাটফর্ম, যেখানে তাঁরা নিজেদের সৃষ্টিগুলোকে প্রকাশ করতে পারেন, পেতে পারেন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা। এ কারণেই “ছন্দ পাতা সাহিত্য পরিষদ” গড়ে উঠেছে, নবীন সাহিত্যপ্রেমীদের আস্থা অর্জন করার এক নির্ভরযোগ্য সংগঠন হিসেবে।

 

এই সাহিত্য পরিষদ শুধু লেখালেখির স্থান নয়, এটি এক প্রাণবন্ত সাহিত্য পরিবার। আমরা বিশ্বাস করি, প্রতিটি নতুন লেখকের মধ্যে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। তাঁদের প্রতিভাকে সঠিকভাবে বিকশিত করতে হলে চাই উৎসাহ, অনুপ্রেরণা ও গঠনমূলক সমালোচনা। এই সংগঠন সেই কাজটিই করে যাচ্ছে নিষ্ঠার সঙ্গে।

 

“ছন্দ পাতা সাহিত্য পরিষদ” নিয়মিত সাহিত্য আসর, কবিতা ও গল্প প্রতিযোগিতা, লেখালেখির কর্মশালা ও নানা ধরণের সাহিত্য সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে। নবীন লেখকদের জন্য এটি এক উন্মুক্ত মঞ্চ, যেখানে তাঁরা নিজেদের প্রতিভার স্ফূরণ ঘটাতে পারেন। এখানে লেখকদের জন্য থাকছে অভিজ্ঞ সাহিত্যিকদের পরামর্শ ও দিকনির্দেশনা, যাতে তাঁদের সাহিত্যচর্চা আরও সমৃদ্ধ হয়।

 

তাদের লক্ষ্য কেবলমাত্র নবীন লেখকদের প্রেরণা যোগানো নয়, বরং তাঁদের লেখনীকে এমন এক উচ্চতায় পৌঁছে দেওয়া, যেখানে তাঁরা সাহিত্যের মূলধারায় নিজেদের অবস্থান শক্ত করতে পারেন। এই ছোট্ট প্রচেষ্টা একদিন বৃহৎ পরিসরে নবীন সাহিত্যিকদের জন্য আলোকবর্তিকা হয়ে উঠবে।

 

সাহিত্যপ্রেমী নবীন লেখকদের প্রতি আহ্বান— আসুন, একসঙ্গে ছন্দ পাতায় মেলে ধরি আমাদের সাহিত্য স্বপ্ন, আমাদের সৃজনশীলতার আলোয় আলোকিত করি বাংলা সাহিত্যকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park