1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে!

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৪৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত

 

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুঃসংবাদ পেলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল । চোটের কারণে মাঠের বাইরে দলটির অন্যতম সেরা ব্যাটার ডেভিড মিলার। তবে চোট কতটা গুরুতর এবং কয়দিনের জন্য এই ক্রিকেটারকে মাঠের বাইরে থাকতে হবে সেই বিষয়ে এখনো কোন তথ্য জানায়নি ক্রিকেট আফ্রিকা ।

 

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা দল যেন এক একটা গোটা হাসপাতালে পরিণিত। চোট নিয়ে একের পর এক দুঃসংবাদ আসছে দলটির শিবিরে। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ ২০ ক্রিকেটে খেলতে নেমে মাঠের বাইরে দলটির একাধিক তারকা ক্রিকেটার। দীর্ঘদিন দলের বাইরে থাকার পর ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা দলে ফেরার কথা থাকলেও সেই চোটে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন দলটির তারকা পেসার এনরিখ নরকিয়া। চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে এখনো মাঠে নামেনি লুঙ্গি এনগিডি। তবে এইবার দলটির শিবির নতুন তথ্য চোটে পড়েছেন টপ অর্ডার ব্যাটার ডেভিড মিলার।

 

এসএ ২০ এর দল পার্ল রয়্যালসের অধিনায়ক মিলার। সেই দলের হয়ে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন তিনি। ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে কাভারে ফিল্ডিং করছিলেন তিনি। মার্কাস স্টোয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে চোট পান মিলার। তার চোট কতটা গুরুতর, তা এখনও দলের তরফে জানানো হয়নি।

 

উল্লেখ্য আগামী মাস থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। যেখানে গ্রুপ বি তে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ আফগানিস্তান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া । গ্রুপের প্রথম ম্যাচে আগামী ২১শে ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park