চুলের চুলচেরা বিচার
মোছা: নাজমুন নাহার খান
সুন্দর পৃথিবীতে অনেক লোকের চোখ দুটো
কেনো এত বাঁকা?
চুলেতে দেয় চোখ
কাঁচা নাকি পাকা।
চুল দেখে করে ভুল
গণকের মতো,
কাঁচা চুল দেখে কিছু
পাকা শত শত।
প্রশ্ন করে চলে হাজার বার
কেনো পাকা চুল,
এ নিয়ে দিন রাত
থাকে মশগুল।
চুল দেখে অনেকে
ভুল করে আরো,
খামাখা বয়স বাড়ে
চুলে কারো কারো।
বয়সে বেশি বলে যে
অনেকে আবার,
ছেড়ে দেয় আশা যে
সবকিছু পাবার।
পেকে গেলে বয়স
পেকে যায় যে মন,
অনেকের কাছে তাই
ফুরোয় প্রয়োজন।
চুল পাকে তো বয়সে
তরুণ কাঁচা চুলে,
অনেকেই পরে আছে
এরকম ভুলে।
তফাৎ কি হয় মনের
পাকা – কাঁচা চুলে,
চোখের আলোয় নয়
দেখো মন খুলে।