দুঃখ নামের সুখ পুষেছি
আসবে আমার বাড়ি
আপনজন সব পর হয়েছে
সুযোগ বুঝে আড়ি।
সুখের সময় সবাই ছিল
থাকতো তারা পাশে
আলো হয়ে পথ দেখাতো
বছরের বারো মাসে।
চিরন্তন সত্য ঘুমের ওষুধ
এই দুনিয়ায় স্বার্থ
ভালোবাসার মিছে মায়া
সবই ধোঁকা ব্যর্থ।
আসবে চিঠি পৌঁছে যাবে
তোমার ঠিকানায়
যেদিন আমি উড়তে পারবো
মনের জানালায়।