হাজারো হাফেজে কুরআনের উস্তাদ হাফেজ আব্দুল মান্নান সাহেব রহঃ গত ১৮ই অক্টোবর রোজ শুকরবার ২০২৪ সকাল ১১টা ৩০ মিনিটে কুর্মিটোলা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, জুমআর নামাজের পর তার নিথর দেহ মাদ্রাসাতুর রহমান আল-আরাবিয়াতে নিয়ে আসা হয় এবং সেখানে গোসল সম্পুর্ণ করা হয়, এরপর তার নিজ গ্রামে লাশ নিয়ে যাওয়া হয় (আছুপ পুর, হারুয়া, ময়মনসিংহ)
এবং রাত ১১ টায় সেখানে জানাজা অনুষ্ঠিত হয়, জানাজা নামাজের ইমামতি করেন তার বড় ছেলে হাফেজ মুহাম্মদ হক।
আগামী ২৪ অক্টোবর রোজ বৃহস্পতিবার মাদ্রাসাতুর রহমান-আল আরাবিয়াতে হুজুরের আত্মার মাগফেরাতের জন্য খতমে কুরআন এবং দোয়ার অনুষ্ঠান করা হবে।
উক্ত দোয়া মাহফিলে মাদরাসাতুর রহমান আল আরাবিয়া এর সাবেক এবং বর্তমান সকল ছাত্র আমন্ত্রিত।
রাকিব হাওলাদার
২০/১০/২৪