1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

চরিত্র বিধ্বংসী বন্ধুদের থেকে ফিরে আসার গল্প

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১২২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

সমস্ত প্রশংসা মহান প্রভুর প্রতি।দুরুদুস সালাম সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদ ﷺ এর প্রতি।ইসলামের প্রচার ও প্রসারে শহীদদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করি রবের নিকট।

 

জীবন চলার পথে অসংখ্য লোকের আসা যাওয়া থাকলেও কিছু লোক খুবই নিকটবর্তী যাদেরকে আমরা বন্ধু বলে থাকি।আর এই বন্ধুই হলো দুঃখ সুখের সাথী। সেই অনেক দিন আগের ঘটনা একটি ছেলে যখন মাত্র যৌবনে পদার্পণ করেছিল সে খুবই আগ্রহী ছিল দ্বীনের প্রতি কিন্তু তার বন্ধুরা ছিল অনলাইন জগতের অশ্লীল ওয়েবসাইটের ভোক্তা। যখন রাতের গভীরে তারা আড্ডায় মেতে উঠত ঠিক তখনই তার বন্ধুরা অন্ধকার ঐ জগতে প্রবেশ করতো এভাবে সেও চরিত্র বিধ্বংসী পাপে নিজেকে শামিল করে নিল।প্রবাদে আছে”সঙ্গদোষে লোহা ভাসে”।কিছুদিন যেতেই সে বুঝতে পারে আমিতো আল্লাহর নাফারমানিত লিপ্ত আমাকে ফিরতে হবে কিন্তু আমার বন্ধুরা অথবা ক্লাসমেটরা বেশির ভাগই অশ্লীল জগতের কিংবা অবৈধ প্রেম আলাপে ব্যস্ত। যেহেতু বাসা থেকে বের হলেই তারা সঙ্গী তাই হঠাৎ করে তাদের ছেড়ে দেওয়া যায়নি।শুরু হলো জীবনে আরেকটি সংগ্রাম।হাদীস পড়তে গিয়ে সে পেল

‎  ‏”‏  الرَّجُلُ   عَلَى   دِينِ   خَلِيلِهِ  فَلْيَنْظُرْ  أَحَدُكُمْ  مَنْ  يُخَالِلُ  ‏”‏  ‏

মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। (সুনানে আবু দাউদ: ৪৮৩৩)

 

ছেলেটি একটু একটু করে বন্ধু ও ক্লাসমেটদের সাথে দুরত্ব ও মেলামেশা ছেড়ে দিল, বন্ধু হিসেবে বেঁচে নিল মসজিদকে। আল্লাহ তাআলা বলেন:-

اَلْاَخِلَّآءُ يَوْمَئِذٍۭ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِيْنَ ؕ

অর্থাৎ সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকীরা ছাড়া।(আয-যুখরুফ ৪৩:৬৭)।

শুরু করল কুরআন অধ্যয়ন সাথে হাদীসও।

“হেদায়েতের আলোক মালায় ভাসতে যদি চাও

আল কুরআনের তাকাব্বুর বিলীন হয়ে যাও

সঠিক ইলম পাবে তুমি তাদাব্বুরের গুণে

ভাসবে হৃদয় প্রশান্তিতে সকাল,দুপুর,সাঝে”।

ক্রমান্বয়ে তার বন্ধু হতে শুরু করল যারা নিয়মিত সালাত পড়তে মসজিদে আসে তারা।তার মা এমন ছিল,যিনি নিয়মিত তাহাজ্জুদ পড়তেন ছেলেটিও মায়ের মত রাত্রি জাগরণ ও রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে থাকলো।আল্লাহ বলেন:

وَ مِنَ الَّیۡلِ فَتَہَجَّدۡ بِہٖ نَافِلَۃً  لَّکَ ٭ۖ عَسٰۤی اَنۡ  یَّبۡعَثَکَ رَبُّکَ مَقَامًا مَّحۡمُوۡدًا.

আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করবে, এটা তোমার এক অতিরিক্ত কর্তব্য।আশা করা যায় তোমার রাব্ব তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে।(সুরা ইসরা-৭৯).

একজন কবি বলেন:-“সম্মান নেইকো নাচে গানে★সম্মান রয়েছে বিনিদ্র রজনী ও রণে”

এভাবেই একসময় সে বন্ধু ও ক্লাসমেটদের দেখানো পথ থেকে ফিরে আসে রবের দিকে।কুরআনে পেয়ে গেলেন পাপ ধ্বংসের আয়াত:-

مَنۡ تَابَ وَ اٰمَنَ وَ عَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓئِکَ یُبَدِّلُ اللّٰہُ سَیِّاٰتِہِمۡ  حَسَنٰتٍ ؕ وَ کَانَ  اللّٰہُ  غَفُوۡرًا  رَّحِیۡمًا,.

যারা তাওবাহ করে, ঈমান আনে ও সৎ কাজ করে; আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন উত্তম আমলের দ্বারা; আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সুরা ফুরকান-৭০)

এক পর্যায়ে সমাজের মানুষ ও বন্ধু এবং সহপাঠীদের কাছে হয়ে উঠেন সুগন্ধময় চরিত্রের অধিকারী। রাসুল ﷺ বলেন :-أكمل المؤمنين إيمانا أحسنهم خلقاঅর্থাৎ পরিপূর্ণ ঈমানদার ঐ ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। (আবু দাউদ-৪৬৮২).সে লালন করতে থাকলেন-

“গোলাপ তুমি ফুটিয়া ছড়াও গন্ধ অবিরত

আশা আমার এইযে,আমি হবো তোমারি মত”

সুতরাং প্রিয় পাঠকরা অল্প বয়সী একজন তরুণ যদি পারে আমরা কেন পারবোনা স্থায়ী সুখ ও শান্তির দিকে ফিরে আসতে।আল্লাহ বলেন:-

وَ سَارِعُوۡۤا اِلٰی مَغۡفِرَۃٍ  مِّنۡ رَّبِّکُمۡ وَ جَنَّۃٍ عَرۡضُہَا السَّمٰوٰتُ وَ الۡاَرۡضُ ۙ اُعِدَّتۡ  لِلۡمُتَّقِیۡنَ.

তোমরা স্বীয় রবের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত (ফিরে) আস, যার প্রসারতা নভোমন্ডল ও ভূমন্ডল সদৃশ, ওটা মুত্তাকিদদের জন্য নির্মিত হয়েছে।(সুরা আলে ইমরান-১৩৩)

 

লেখক:

শিক্ষার্থী (মাস্টার্স) 

দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park