1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

চব্বিশের আন্দোলনে দেশ স্বাধীন করেছে ছাত্ররা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

চব্বিশের আন্দোলনে দেশ স্বাধীন করেছে ছাত্ররা

মুহা. মুজাহিদ সন্দ্বীপী

 

চব্বিশের এই আন্দোলনে এদেশ স্বাধীন করল আমাদের ছাত্র ভাইয়েরা। শত শত মায়ের কোল খালি হলো, শুধু এই স্বাধীনতাকে ফিরে পাওয়ার জন্য। রক্ত দিলো, জীবন দিলো আমার ভাই, কেবল এ দেশকে স্বৈরাচারমুক্ত করার জন্য, এবং দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। যাঁদের বিনিময়ে আমরা এ দেশকে স্বাধীন দেশ হিসেবে পেয়েছি, আমাদের সকলেরই উচিত ছিল দল-মত নির্বিশেষে তাদের শোকে শোকাভিভূত হওয়ার। কিন্তু না! আমার দেশের কতিপয় রাজনৈতিক দল, তারা নিজেদের স্বার্থ এবং ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত। আমার যে নিষ্পাপ ভাইয়েরা তাদের জীবন ও রক্ত দিয়ে, দেশে স্বাধীনতার নতুন সূর্যের মুখ দেখালো, তারা তাঁদেরকে কেবল মুখে স্বরণ করছে। অন্তর থেকে শ্রদ্ধা ও স্নেহের হ্রাসমাত্রও পাওয়া যাবে কিনা সন্দেহ। এখন প্রশ্ন হতে পারে, তা বুঝলাম কি করে? উত্তরটা একেবারেই সহজ ও সরল, প্রকৃতপক্ষে তারা যদি আমার ভাইয়ের মৃত্যুতে শোকাবভিভূত হতো, তাহলে অন্ততপক্ষে তারা দল মত নির্বিশেষে এ মাসটিকে শোকের মাস মনে করত।

 

অতঃপর আমার যে সমস্ত স্টুডেন্ট ভাই এদেশ কে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়েছে, পরিবার ছেড়েছে, সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমিয়েছে, শুধুমাত্র দেশকে রক্ষা, এবং এ জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার জন্যই। আমার সে সমস্ত ভাইয়ের পরিবার- পরিজন ও স্বজনদের সাথে সাক্ষাৎ, এবং তাদেরকে সান্তনা প্রদান করলে, নিজের মনকে সান্ত্বনা দিতে পারতাম যে, আমার দেশের মানুষ ক্ষমতার পাগল নয়। তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে। কিন্তু ব্যাপারটা একেবারে উল্টো! হওয়ার দরকার ছিল দেশের রাস্তা-ঘাটে, পাড়ায় মহল্লায়, শহীদ ভাইদের শোক ব্যানার, পিস্টন ও দেয়ালিকা দিয়ে ভরে যাওয়ার। কিন্তু আমরা দেখলাম, আমাদের দেশের কতিপয় রাজনৈতিক দল, নিজেদের দলের পিস্টন ব্যানার ইত্যাদি দিয়ে রাস্তা-ঘাট ভরে ভরপুর করে ফেলেছে। এটাই কি স্বাধীনতা? যারাই আমাদেরকে স্বাধীনতা এনে দিল তাদেরকেই আমরা ভুলে গেলাম। তারা কি আমাদের মত এরকম মানুষরূপী হাইনাদের জন্যই দেশ স্বাধীন করেছে?

 

একজন ছাত্র হয়ে নিজের আর একটা ছাত্র ভাইয়ের, কষ্ট খুব ভালো করে বুঝতে পারতেছি। আসুন আমরা দল মত নির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়ে, এদেশকে যারা স্বাধীন করেছে তাদের নামকে ইতিহাসের সোনালী পাতায় লিপিবদ্ধ করব। এবং যে স্বাধীনতা আমাদের ভাইয়েরা আমাদের উপহার দিয়েছেন, সেটাকে আঁকড়ে ধরে যে স্বপ্ন নিয়ে তাঁরা দেশের জন্য জীবন দিয়েছে, সে স্বপ্নকে সামনে রেখে আগামীর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এক হয়ে কাজ করব। ইনশাআল্লাহ।

 

লেখক: মুজাহিদ সন্দ্বীপী

ঠিকানা: চট্টগ্রাম জেলা, সন্দ্বীপ থানা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park