1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

গ্রামের মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়াতে মের্ধা বিকাশে সোলালী স্লোগান

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

গ্রামের মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়াতে মের্ধা বিকাশে সোলালী স্লোগান

প্রতিনিধি ও ফিচারঃ রওশন আরা

 

পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই”স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে…
“সবার জন্য পড়া উন্মক্ত পাঠাগার”

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে ২০২১ সালে ০১ পহেলা জানোয়ারি প্রতিষ্ঠিত হয়। এই পাঠাগার বর্তমানে পাঠাগারটি পরিচালিত হচ্ছে স্থানীয় প্রাইমারী স্কুল ও হাইস্কুল ও কলেজ পড়ুয়া এক ঝাক তরুন-তরুনী শিক্ষার্থীর তত্বাবধানে। তাদের সহযোগীতায় সদস্য হওয়া, বই নেওয়া, বই ফেরত দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম তারা পাঠাগারের রেজিস্টারে লিপিবদ্ধি করে রাখেন।

 

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের, ধুলাউড়ি গ্রামেল সুবাহান খানের ছেলে মোঃ শাহাদত হোসেন এই পাঠাগারটির প্রতিষ্ঠাতা। তিনি ধুলাউড়ি আলিয়া মাদ্রসায় থেকে আষ্টম শ্রেণীর পাশ করার পড় ঢাকা সাভার জিরানী বাজার বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে জব শুরু করেন ও নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের বই কিনে পড়তে শুরু করেন এবং দেশে করোনা মহামারী শুরুর দিকে বাড়িতে চলে আসেন ও তখন দেখলেন বেশির ভাগ মানুষ ফেসবুক, ইমু, টিকটক, লাইকি, ভিডিও গেইমসহও বিভিন্ন বিষয়ে নিয়ে ব্যস্ত থাকছে প্রযুক্তিকে যেমন বাদ দেওয়া যাবে না। তেমনি বই পড়াকে ত্যাগ করা যাবে না। কারণ বই আপনার অজ্ঞাতার প্রাচীর ডিঙিয়ে জ্ঞানের আলোয় আপনাকে করবে আলোকিত মানুষ।

২০২১ সালে নিজ বাড়িতে নিজ টিনের চার’চালা ঘরের একটি রুমে পাঠাগার প্রতিষ্ঠা করেন।
শুরুন দিকে নিজের কাছে থাকা সাত-আট শত বইয়ের মধ্যে পাঁচ শত বই নিয়ে পাঠাগার’টি চালু করেন ও দিরে দিরে সকল বই একত্তি করে নয় শত বই হয় ও  কিছু বই উপহার পেয়ে বতমানে পাঠাগারের সংগ্রহে রয়েছে এগারো শত বইয়ের উপরে..পাঠাগার’টিতে যে কোন বয়সের নারী-পুরুষ বই পড়ার জন্য উন্মক্ত রয়েছে। তারা পাঠাগারের সদস্য হতে পারেন ও কোন পাঠক ইচ্ছা করলে পাঠাগারে এসে বসেও বই পড়তে পারেন, আবার চাইলে বই রেজিস্টারে এন্ডি করে  বাড়িতে নিয়েও পড়তে পারেন !!

 

পাঠাগার’টির সদস্য তেজগাঁও কলেজের ছাত্র সুমন বলেন- আমাদের গ্রামের মানুষের জন্য ও ছাত্র-ছাত্রীদের জন্য আসে-পাশে কোন পাঠাগার না থাকায় বই পড়তে হলে আমাদের ৩৫-৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সরকারি গ্রন্থগারে যেতে হতো.. যা আমাদের জন্য অনেক কষ্ঠসাধ্যও দুরুহ ছিল কিন্ত এই “সবার জন্য পড়া উন্মক্ত পাঠাগার”  থাকায় আমরা যখন খুঁশি তখন যে কোন ধরণের বই পড়ে আনান্দিত হয় ও জ্ঞান আরোহণ করি।
পাঠাগার’টির সহযোগীতায় থাকা Alif BoilerCompany  এর এমডি জি এম ইলিয়াস হাসান বলেন- পাঠাগার’টি ধুলাউড়ি ইউনিয়ের সাধারণ মানুষের মধ্যে পাঠ্যভ্যাস তৈরীতে ব্যাপক ভুমিকা রাখছে।

পাঠ্য বইয়ের পাশা-পাশি বিভিন্ন ধরনের বই পড়েন শিক্ষার্থীরা। পাঠাগারটিতে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করছে, যা তাদের ভবিষ্যতে আলোকিত মানুষ করবে বলে আমি বিশ্বাস করি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park