প্রতিনিধিঃ মোঃ সোহেল রানা, রাজশাহী বিভাগীয় প্রধান।
রাজশাহীর গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কাদিপুর এলাকা থেকে চটের বস্তায় থাকা পোটলা করা গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার মাদক কারবারির নাম ডালিম হোসেন (৩০)। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের তুফান আলীর ছেলে। এর আগেও তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোদাগাড়ী থানা পুলিশের একটি দল কাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে একাধিক চটের বস্তা তল্লাশি করে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ডালিমকে সেখানে আটক করা হয়। ডালিম দীর্ঘদিন থেকে বিভিন্ন মাদকদ্রব্য সীমান্ত রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। ডালিমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com