গুরু অমর থাকে
মুহাঃ মুনিরুল ইসলাম (মনির)
শিক্ষার জ্যোতি জগৎ মাঝে
তমিস্র সব রাখে দূরে,
জ্ঞানের প্রদীপ মনুষ্য হৃদ
উজ্জ্বল করে সঠিক নূরে।
গুরুজনকে খাতির করে
নৈতিক শিক্ষা শিখবো সবে,
দেশের সেবায় বিলীন হয়ে
অবিনশ্বর থাকবো ভবে।
ধার্মিক শিক্ষায় জ্ঞানী হয়ে
চললে সবে ধরার মাঝে,
বিবেক বুদ্ধি সতেজ থাকে
সুখ্যাতি পায় সকল কাজে।
শিক্ষা গুরু অমর থাকে
যুগের পর যুগ ইতিহাসে,
সুশীল জাতি গোলা ভরেন
জ্ঞান ভান্ডারের শব্দ চাষে।
শিক্ষক জাতির পথ প্রদর্শক
সম্মান কুঁড়ায় শিক্ষা দানে,
যোগ্য শিষ্য আজন্মকাল
শ্রদ্ধা দেখায় গুরুর শানে।
মূর্খ মানব অন্ধ সমান
বক্ষে বাঁধে হতাশার শোক,
আলো আঁধার সবই দেখে
রুদ্ধ শুধুই জ্ঞানের দু-চোখ।