ডেক্সঃ মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
কমর্শালাটি উদ্ধোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহারুল ইসলাম। কমর্শালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসএমসি সদস্য জনাব মোঃ আউয়াল, সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান সরকার, এসএমসি সদস্য মানিক মিঞা, সহকারী শিক্ষক এস এম শাহজাহান, মোছাঃ কোহিনুর, মোছাঃ রোজিনা, সিএসও মমতাজ বেগম, অভিভাবক সদস্য মোঃ ~মুরাদ মিঞা, শিক্ষার্থী ফোরাম সদস্য ইশরাত জাহান মদিনা, দুজয়। আলোচনায় যৌন হয়রানী প্রতিরোধে কমিটি তৈরী, বহিরাগতদের নিকট হতে স্কুল যাতায়াতে শিক্ষাথীরা যেন যৌন হেনস্থার শিকার না হয়।
সেই স্থান গুলো চিহ্নিত করে পদক্ষেপ গ্রহন করা হয়। পরিশেষে যৌন হয়রানী বন্ধে যৌথ পরিকল্পনা করে হোপ প্রকল্পের এরিয়া কো অডিনেটর সাজেদুল ইসলাম সুজন সমাপ্তি করেন। আয়োজনেঃ পল্লীশ্রী হোপ প্রকল্প গাইবান্ধা। আর্থিক সহযোগিতায় বিএমজেড এবং নেটজ্ বাংলাদেশ।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com