1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

গন্তব্য —- বাঁধন ভুইয়া 

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আমাকে যে সহজ – সাধারণ অংকে মেনে নিতো সে আজ মৃত।

এ যেন এক অলিখিত ইতিহাস।

যার কোনো অস্তিত্ব,

অবস্থান এ ভূবনে নেই।

নেই কোনো প্রমাণ বাহক কেবল আমি ছাড়া।

কেই বা জানে হৃদপিন্ডে বয়ে চলা শীতল আত্মার চিৎকার? মস্তিষ্কের অনাকাঙ্ক্ষিত স্মৃতির ভার।

না আমি কোনো শোকের প্রতীক নই।

এ চোঁখে তাকিয়ে কে’ই বা পড়তে পারে অস্তি শয্যার হাহাকার।

কী এক সুগন্ধে মাতোয়ারা আমি হে, খুঁজে চলি সোনালী সুখের সমাহার।

ফুল ফোটে পাপড়ি ঝরে যায় ব্যাকুল আমি শুধু আমারেই খুঁজে যাই। এ কি অসুখ দিয়ে গেলে তুমি হায়?

দিন পেরিয়ে মাস যায় বছর কুড়িয়ে এলেম ফুরিয়ে, নিঃশ্বাসে শঙ্কা এক প্রবল দাবদাহে। প্রেমহীন তুমি ভুলের পথে, পৃথিবীর একক সমাধিতে।

দেহের চামরার ও নির্দিষ্ট পছন্দের আঙুল থাকে, যে আঙুল ব্যতীত নিজেকেই নিজের স্পর্শ করতে স্বাচ্ছন্দ বোধ হয় না। আমি কখনোই তোমাদের সেই আঙ্গুল হতে পারিনি।

হতে পারিনি তোমার তোমাদের ব্যক্তিগত, একান্ত অনুগত।

তাই তলব করিলাম কলমকে যে সর্বত্রই কেবল আমার আঙুলের স্পর্শ খোঁজে।

আমার অনুপস্থিতিতে আমার নাম রাখে। জ্বালায় আলো, যে আলো তুমি প্রত্যাখ্যান করে ফিরিয়ে ছিলে মোরে।

তোমরা আমায় নিভিয়ে দিলেও নেভায়নি সেই দীপ্ত” যার কোলে মাথা রেখে নিদ্রায় যাই চিরতরে।

নিরাপত্তা নিরাপত্তা নিরাপত্তা।

তোমার আক্ষেপ শুধাইবে কারে? তল্লাশির জারে জারে।

আমার যে আর ভোর হবে না, মিলিবো কেমন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park