1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

খদ্যোতিকার আস্ফালন — জাকির আলম

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১১০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

খদ্যোতিকার আস্ফালন

জাকির আলম

 

গতকাল সন্ধ্যায় জীবনের এই প্রথম নীড়ে ফেরা পাখির কলকাকলি শুনে আমার অবুঝ হৃদয়ে নতুন ভাবে ভালোবাসা অঙ্কুরিত হয়েছে। ক্লান্ত পথিকের ন্যায় পথ হারিয়ে অবশেষে তোমার বাড়ির আঙিনা ঘেঁষে তোমার অজান্তে আমাকে পুনর্বার কঠিন সমরে ফিরতে হলো। অবশ্য তোমাকে দেখার জন্য এক নজর তাকিয়ে ছিলাম তোমার বাড়ির সমস্ত উঠোন জুড়ে। কিন্তু কোথাও তোমার উপস্থিতি চোখে পড়লো না। মনে হলো হয়তো দূর থেকেই আমাকে দেখে লজ্জায় তুমি নিজেকে লুকিয়ে রেখেছো। তবে হ্যাঁ, পশ্চিম দরজা ঘরের ডানপাশে তোমার নরম হাতে লাগানো গাঁদা ফুলের নন্দন কানন দেখতে কিন্তু মোটেও ভুল করিনি। পাগল করা সুবাসে মুহূর্তেই আমার জাগতিক বোধকে উন্মনা করে দিলো।

 

বড্ড মনে হয়েছিলো তোমাকে না বলে কিছু ফুল ছিঁড়ে চুরির অপরাধে ধরা পড়ি। আবার ভয়ও হলো চুরির অপরাধে কাঠগড়ায় দাঁড়ানো তিন’শ দুইধারা দণ্ডবিধি মোতাবেক সাজা প্রাপ্ত আসামি না হয়ে যাই। তার চেয়ে সেই ভালো দূর থেকেই ফুলের সুবাস নেওয়া। তাই করে ছিলাম। কিন্তু সেই স্মৃতির রোমাঞ্চকতায় গত রাতে আমি মোটেও ঘুমাতে পারিনি। তোমারই ভাবনায় অতিবাহিত হলো বিমূর্ত এই রাতটি আমার। তবে কি আমি তোমার প্রেমে পড়েছি, নাকি মিথ্যে কোনো কাল্পনিক জগতে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছি, তা আমি নিজেও জানি না। আজকাল আমার যে কী হয়েছে তাও বুঝতে পারি না। তবে এইটুকু নিশ্চিত ভাবে বুঝি কেউ আমার সর্বস্বকে ধীরে ধীরে হরণ করতে শুরু করেছে।

 

তাকে ধরতে পারি না উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে। সবার মতো আমারো একটা নিজস্ব মন ছিল। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, আমারি সেই মনটা আজ অন্যের হয়ে আমারি বিরুদ্ধে পায়চারি করে। তারি ভাবনায় সে সারাক্ষণ বিভোর থাকে। আমি শুধু মূর্তিমানের মতো কোনো রূপ একসট্যাসি ছাড়া অসহায়ত্বে এই গ্ল্যামার নীরব নিস্তব্ধ অবয়বে অবলোকন করি। নাক ছিটকানি আসা সত্ত্বেও মুখ ফুটে বলতে পারি না এমন ঘেন্নার কথা। তবুও হামেশা প্রতীক্ষায় থাকি বাদী পক্ষের প্রেমের নেশায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park