দু:খ সয়ে সয়ে
এ হৃদয় করেছি পাথর
এখানে নরম মাটি নেই
যে মাটিতে গজাবে শিকড়।
মন খারাপের মত মন
নেই আর আগের মতন।
তাই তো এখন
কাঁদাতে পারে না কেউ আর
রুদ্ধ করিয়াছি যত
বেদনার দ্বার।
অন্তরপ্রাঙ্গণতলে বসি
আজ আর হই না উদাসী।
যে দিয়েছে ব্যথা
বহুদিন আগে তারে
করিয়াছি ক্ষমা।
কারোপ্রতি কোন রোষ,
ঘৃণা বা বিদ্বেষ
কোন কিছু রাখি নাই জমা।
ভুল করে কোন ক্ষণে
যদি গো কাহারো মনে
কোনদিন দিয়ে থাকি ব্যথা
কহি আজ করজোড়ে
দিও গো মার্জনা করে
ভুলে যেও সে সকল কথা।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com