ক্ষমতার বড়াই
মোঃ ওসমান গণি
ঘাটাইল, টাঙ্গাইল।
ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৬২০
অসৎ পথের কামাই দিয়ে
দেখাও যে বাহাদুরি,
সাবার সামনে ভালো সেজে
তুমি করো ঘুরাঘুরি।
গরীবের হক মেরে খেয়ে
নিজেকে বলো সৎ,
গরীব দুঃখী দেখলে পরে
হাঁটো উল্টো পথ।
কাজের জন্য গেলে কেউ
সময় থাকেনে হাতে,
টাকা ছাড়া কিচ্ছু বুঝোনা
লোক রাখো সাথে।
ক্ষমতার বড়াই করে চলো
দেখাও ভয় ভীতি,
সঠিক কথা যায়'না বলা
এটা কেমন নীতি।
সুন্দর সমাজ গড়বে বলে
কথা দিয়ে চলো,
সময়ের সাথে বদলে গিয়ে
নানান কথা বলো।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com