কে তুমি পাহাড়ি.?
এইচ,এম শাহেদুল ইসলাম তানভীর
কে তুমি পাহাড়ি.?
তুমি কি বাঙালি.?
তোমার সাথে ততক্ষণ আছি
যতক্ষণ তুমি বাঙালি।
কে তুমি পাহাড়ি.?
তুমি কি জুমল্যান্ডের দাবিদার.?
তবে এক ইঞ্চিও দিবো না ছেড়ে
সাগর-মাটি পাহাড় সবি যে আমার।
আমার সোনার বাংলার।
কে বলেছে তুমি নও বাঙালি.?
বাঙলার মাটিতে জন্ম নিয়েছো
তুমি, তবে তুমিই তো বাঙালি।
তুমি হলে পাহাড়ি বাঙালি।
কে আসল সেটেলার.?
ইতিহাস পড়ো, ইতিহাস জানো,
সত্যান্বেষী হও,দেখবে!
উপজাতিরাই তো আসল দখলদার।
রুখে দাও সকল আগ্রাসী,
সকল উপজাতি সন্ত্রাসী।
কী চাও তুমি.? পাহাড়ে থাকা
ওহে বাঙালি.? পাহাড়ি বাঙালি.?
বাংলার প্রতিটি মাটি সেনাবাহিনীর
ঘাঁটি, ঠাঁই নাই কোন অন্যের আর।
যদি আলাদা হও,আলাদা রও,তবে
মুক্তি যুদ্ধের হাতিয়ার,গর্জে উঠবে
আরেকবার,যতবার প্রয়োজন ততবার।
প্রসঙ্গ কথা-
“কে তুমি পাহাড়ি” এইচ,এম শাহেদুল ইসলাম তানভীর লিখিত সমসাময়িক একটি কাব্য-কথা।
যা জুমল্যান্ড নামে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র গঠনের নীল নকশা-হীন ষড়যন্ত্রের প্রতি
পাহাড়ি-বাঙালি দের সচেতনতা তৈরি ও বৈরী ভাব বিয়োগে কলম যোদ্ধার সামান্য প্রয়াস।
কবি মহিব খানের অনুসরণে তেজোদ্দীপ্ত কলমে লিখতে চাই- ইঞ্চি ইঞ্চি মাটি -সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা,
শত্রু বা হানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবেনা। ইনশাআল্লাহ।
কবি পরিচিতি:
এইচ,এম শাহেদুল ইসলাম তানভীর, ঐতিহ্য বাহী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে অবস্থিত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন, তিনার পিতা- বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালাহউদ্দিন আহমদ সাহেব, মাতা- রাহেলা বেগম, তার রচিত “আত্নচিৎকার” বন্যা “সমাচার” শ্রেষ্ঠ আকাবির” ইত্যাদি কবিতা সমূহ ব্যাপাক ভাবে সমাদৃত হয়েছে। এ ছাড়াও তিনি টাইমস রিপোর্ট ২৪ সহ বিভিন্ন সাময়ীকে লেখালেখি করেন।তার লিখিত যৌথ কাব্য গ্রন্থ – “আকাশ ভালোবাসি” চব্বিশের গণবিস্ফোরণ” এবং অবহেলিত ভালোবাসা ও নিষ্ঠুর সমাপ্তি প্রকাশিতব্য।তিনি ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের একজন সক্রিয় সদস্য। ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০৮৯০