1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

কিভাবে ভুলিবে তুমি তাকে!

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এই পৃথিবীর যত প্রশংসা সবই রবের জন্য।সালাম জানায় রহমাতুল্লিল আলামীনের শানে ﷺ.ইসলামি শরীয়াহ প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন রবের কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করি।আমিন।

 

এই পৃথিবীতে স্বার্থহীনভাবে একজন সবসময় ভালোবেসে যান,তিনি হলেন মা।এ জন্যই রাসুল ﷺ শিখিয়েছেন :-সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার প্রশ্নের জবাবে উত্তর দিলেন তোমার মা।আমরা বর্তমান নিয়ে চিন্তা না করে যদি আমাদের ছোট্ট বেলার সময়গুলো নিয়ে একটু ভাবি তাহলে তাকে ভুলে থাকা সত্যিই অসম্ভব। যখন আমি কথা বলতে পারতাম না,খেতে পারতাম না,হাঁটতে পারতাম না,কোন বন্ধু বান্ধব ছিল না তখন তিনিই ছিলেন সবকিছু। তখন যদি একটু অবহেলা করতেন তাহলে হয়ত ফুলের মত যে জীবন নিয়ে চলাফেরা করি তা হয়ত সম্ভব হতো না।

তুমিতো অবশ্যই জানো যখন একটু বড় হয়েছ মাত্র হাঁটা শুরু করেছ ঘরের সকল কিছু ভাঙা,এলোমেলো করা,উনুনের কালিতে নিজেকে মেখে নেওয়া,মায়ের খাওয়ার রাগ করে পেলে দেওয়া সবই করলে অপরাধ কিন্তু তার কাছে ছিলে তুমি নিরপরাধ।

 

আরেকটু বড় হওয়ার পর তোমাকে মাদ্রাসা /স্কুলে পাঠানোর দায়িত্ব যখন চলে আসলো তিনি সকালে নাস্তা বানানো,টিপিন তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা সবই করলেন,মাঝে মাঝেতো তুমি এমন বায়না ধরতে আমাকে এখনই ঐ জিনিসটি কিনে দেওয়া লাগবে অন্যের কাছে নিজেকে ছোট করে হলেও তা কিনে দিয়েছেন তখন একটুও তিনি ভাবেননি এর প্রতিদান নিয়ে।

 

এভাবেই যখন তুমি দাখিল/এস.এস.সি পরীক্ষা দিবে তুমি পড়া শিখতে গিয়ে রাত্রি জাগরণ করলে আর তিনি তোমাকে পাহারা দিতে দিতে রাত্রি জাগরণ করেছেন। এভাবেই যখন তুমি অসুস্থ হতে তখন তিনি মহান প্রভুর কাছে হাত তুলে করতেন ফরিয়াদ সারা রাত বসে থাকতেন তোমার শিহরণে।আর এখন তুমি বড় হয়েছ থাকো দূরে কোথাও কিন্তু মায়ের সেই স্নেহ, মায়া মমতা দিয়ে কেউ কি তোমায় আগলে রাখে? না রাখবে না কখনো, কারণ সবাই স্বার্থপর।নিঃস্বার্থ ভালোবাসা পাবে শুধু মায়ের কাছে।

অনেকদিন পর যখন বাড়ি ফিরা হয় তখন লুকিয়ে রাখা খাবারটুকু সামনে এনে দিয়ে বলে বাবা! থাকস অনেক দুরে আমরা ভালো কিছুর আয়োজন করলে তোকে পায়না তাই আমি এটা তোর জন্য রেখে দিলাম।এই ভালোবাসা নিঃস্বার্থ ছাড়া অন্যকিছু নয়।

 

প্রিয় ভাই/বোনেরা আমাদের পিতা-মাতার প্রতি ভালোবাসায় যেন বিন্দু পরিমান  অবহেলা না হয়।

 

“থাকিতে পিতা-মাতা করিও যতন

মরিলে বুঝবে তুমি হারিয়েছ কি রতন”

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানীয় সগিরা।আমিন।

 

লেখক 

আবদুল কাদের বিন হাবিব উল্যাহ

মাস্টার্স (দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ) 

নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসা 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park