ডেক্স রিপোর্টঃ মোছাঃ সাথী খাতুন
নিলফামারী স্বপ্ন সাহিত্য পরিবারের প্রথম যোউথ কাব্যগ্রন্থ ও প্রথম সাহিত্য আড্ডা ছিল জমজমাট ও আনন্দমুখর। আজ ১৫ নভেম্বর ২০২৪ইং, শুক্রবার এ অনুষ্ঠিত হলো সোনারগাঁও জাদুঘর, নারায়ণগঞ্জে সাহিত্য জগতের প্রতীক্ষিত কাব্যগ্রন্থ "কাব্যের স্নিগ্ধতা"-বইয়ের মোড়ক উন্মোচন। এই অনুষ্ঠানে কবিতা প্রেমিকদের সমাগম ছিল চোখে পড়ার মতো।
প্রখ্যাত কবি ও লেখকের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক মুহাম্মদ কাউছার আলম রবি, যিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, "কাব্যের স্নিগ্ধতা" আমাদের হৃদয়ের গভীর আবেগকে ভাষা দিয়েছে। প্রতিটি কবিতায় মিশে আছে জীবনের প্রতিচ্ছবি।"
অনুষ্ঠানের বিশেষ দিক:
অনুষ্ঠানজুড়ে ছিল সুরের মূর্ছনা, কবিতা পাঠ এবং পাঠকদের গানের আসর। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বইটি নিয়ে আগ্রহ ছিল লক্ষণীয়।
"কাব্যের স্নিগ্ধতা" শুধু একটি কাব্যগ্রন্থ নয়, এটি অনুভূতির একটি অনন্য দলিল। আশা করা যায়, এটি সাহিত্যে এক বিশেষ স্থান দখল করবে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com