
কাউন্টি থেকে ছিটকে গেলেন রাহানে
প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত
চোটের কারণে কাউন্টি থেকে ছিটকে গেলেন ভারতীয় ব্যাটার আজিঙ্কা রাহানে।
ভারত জাতীয় দলের টেস্ট তারকা হিসেবে খেতাব পেয়েছিলেন আগেই। বাজে ফর্মের খারণে নেই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের ভারতীয় স্কোয়াড়ে। তবে অফফর্মের কারণে দল থেকে ছিটকে পড়লেও যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ারে। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন। ভারতে ফেরে ঘরোয়া ক্রিকেটের জন্য প্রস্তুতি শুরু করবেন তিনি।
রাহানে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন লেস্টারশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট ক্লাউড হেন্ডারসেন। তিনি বলেন, ‘রাহানেকে হারিয়ে আমরা ব্যথিত। সময়ের আগেই রাহানেকে ছেড়ে দিতে হচ্ছে। আমাদের চিকিৎসকেরা মনে করছেন, রাহানেকে আর খেলানো উচিত হবে না। আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই। অন্য কোনো ক্রিকেটার জায়গা পাবে, আশা করব সে রান করবে।’