মনের ভেতর কষ্ট পোষে
যতন করে রাখি
রাতের বেলা আঁধার ঘরে
পুড়তে থাকে আঁখি।
আমার ফাগুন মাসে হঠাৎ কেন
অকালশ্রাবণ ঝরে!
আমার সুখের ঘরে বারোটা মাস
দুঃখ বসত করে ।
যখন আমি কন্ঠ ভরে
সুরের সাধন করি,
তানপুরা গায় বেসুরো হায়
আমি লাজে মরি।
ঘর যে আমার ভাসিয়ে দিল
বিষাদ সিন্ধুজল.
আমি হাসি দিয়ে করি তখন
কান্না চাপার ছল।
সুখ আসবে এই জীবনে
বৃথাই করি আশ,
আমার বিজন ঘরে বসত করে
দুঃখ বারোমাস।