কষ্টের গোপন বাক্সে
গোলাম সরোয়ার
কষ্টগুলো জমা রাখি
একটু একটু করে
আপন মনের গোপন বাক্সে
কাছের দূরের মানুষগুলোর
সময় অসময়ে অন্ধকারে ঠেলে দেওয়া
লাল নীল কষ্টেরা চাপা পড়ে
বুকের ভেতর সৃষ্টি করে ক্ষোভ
না পাওয়ার অনুভূতি প্রকাশ।
যন্ত্রনায় মুচড়ে উঠে দুঃখ নামের ঝড়
কালবৈশাখী লন্ড ভন্ড করে পুরানো সবকিছু
সাজানো বাগান নিমিষেই নষ্ট হয়
কষ্ট নামের ফেরিওয়ালা হয়ে
গন্তব্যহীন পাহাড়ের চূড়ায় ।